মঙ্গলবার, ১ জুলাই ২০২৫, ১৭ আষাঢ় ১৪৩২

ধর্ষণে ব্যর্থ হয়ে মাদরাসাছাত্রীকে গলা কেটে হত্যাচেষ্টা

শাকিল খান | প্রকাশিত: ১০ জুলাই ২০২৩, ১৭:১৩

ছবি: সংগৃহীত

নীলফামারীর জলঢাকায় সপ্তম শ্রেণির এক মাদরাসাছাত্রীকে ধর্ষণের চেষ্টায় ব্যর্থ হয়ে গলা কেটে হত্যাচেষ্টা করেছে এক বখাটে। গতকাল রোববার (৯ জুলাই) জলঢাকা উপজেলায় রাতে এ ঘটনা ঘটে।

সোমবার (১০ জুলাই) জলঢাকা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোক্তারুল আলম এ তথ্য নিশ্চিত করেছেন।

জানা গেছে, প্রতিদিনের মতো পাশের বাজারে দোকান করতে যান ওই ছাত্রীর বাবা। পরে এই সুযোগে একই এলাকার এক বখাটে বাড়িতে ঢুকে তার মেয়েকে ধর্ষণের চেষ্টা করে। এ সময় ব্যর্থ হয়ে তার গলা ও গাল কেটে দিয়ে পালিয়ে যান ওই বখাটে। ভুক্তভোগীর চিৎকারে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে জলঢাকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। পরে  আশঙ্কাজনক অবস্থায় তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেন।

পুলিশ জানান, রবিবার ভুক্তভোগীর বাবা বাড়িতে না থাকায় এ ঘটনা ঘটে। পরে এ ঘটনার সংবাদ পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে অতিরিক্ত পুলিশ সুপার মোস্তাফা মঞ্জুর ও ওসি মোক্তারুল আলম। ঘটনার তদন্তের সার্থে আসামির (বখাটের) নাম বলা যাচ্ছে না। বাদীর অভিযোগের ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

 




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top