মঙ্গলবার, ১ জুলাই ২০২৫, ১৭ আষাঢ় ১৪৩২

গোপালগঞ্জে আন্তর্জাতিক নারী দিবস পালিত

গোপালগঞ্জ প্রতিনিধি: | প্রকাশিত: ৮ মার্চ ২০২১, ২০:০৪

গোপালগঞ্জে আন্তর্জাতিক নারী দিবস পালিত

গোপালগঞ্জে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তর, পুলিশ প্রশাসন এবং গোপালগঞ্জ পৌরসভা আলাদাভাবে এ কর্মসূচী পালন করে।

সোমবার (০৮ মার্চ) সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক শাহিদা সুলতানা।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) কাজী শহীদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় পুলিশ সুপার আয়েশা সিদ্দিকা, জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক মাহাবুব আলী খান, অতিরিক্ত জেলা প্রশানক (শিক্ষা ও আইসিটি) ইলিয়াছুর রহমান, সদর উপজেলা চেয়ারম্যান শেখ লুৎফর রহমান বাচ্চু, পৌর মেয়র কাজী লিয়াকত আলী লেকু বক্তব্য রাখেন। এ আলোচনা সভায় বিভিন্ন শ্রেনী প্রেশার নারীরা অংশ নেন।

অপরদিকে, এ দিবস উপলক্ষে জেলা পুলিশ লাইনের মেইন গেট থেকে পুলিশ সুপার আয়েশা সিদ্দিকার নেতৃত্বে একটি র‌্যালী বের করে পুলিশ সদস্যরা। র‌্যালীটি পুলিশ লাইনের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুলিশ প্রশিক্ষণ ছাউনিতে গিয়ে শেষ হয়।

এনএফ৭১/আরএইচ/২০২১




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top