মঙ্গলবার, ১ জুলাই ২০২৫, ১৭ আষাঢ় ১৪৩২

রাজশাহী জেলা পুলিশের ব্যাডমিন্টন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

রাজশাহী থেকে | প্রকাশিত: ১৮ মার্চ ২০২১, ১৯:১৩

রাজশাহী জেলা পুলিশের ব্যাডমিন্টন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

রাজশাহী জেলা পুলিশ অফিস প্রাঙ্গণে ব্যাডমিন্টন মাঠে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসপি কাপ ব্যাডমিন্টন-২০২১ প্রতিযোগিতার সমাপণী ম্যাচ শেষে খেলোয়াড়দের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে।

বুধবার (১৮ মার্চ) সন্ধ্যা ৭টায় পুরস্কার বিতরণ করেন, রাজশাহী রেঞ্জের ডিআইজি মো. আব্দুল বাতেন বিপিএম, পিপিএম। এতে সভাপতিত্ব করেন, রাজশাহী পুলিশ সুপার এবিএম মাসুদ হোসেন, বিপিএম (বার)।এ সময় উপস্থিত ছিলেন, জেলা পুলিশের অন্যান্য অফিসার-ফোর্সবৃন্দ।


অতিরিক্ত পুলিশ সুপার (সদর) মো: ইফতেখায়ের আলম জানান, প্রতিযোগিতায় রাজশাহী জেলা পুলিশের বিভিন্ন ইউনিটের মোট ১৬টি দল অংশগ্রহন করে। ফাইনাল খেলায় পুলিশ অফিস টিমকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় পুলিশ লাইন্স টিম।

এনএফ৭১/জেএস/২০২১




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top