মঙ্গলবার, ১ জুলাই ২০২৫, ১৭ আষাঢ় ১৪৩২

চট্টগ্রামে অয়েল ট্যাংকারে অগ্নিকাণ্ড, নিহত ২

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ২৯ এপ্রিল ২০২১, ১৭:০৫

চট্টগ্রামে অয়েল ট্যাংকারে অগ্নিকাণ্ড, নিহত ১

চট্টগ্রাম নগরীর পতেঙ্গায় যমুনা অয়েল কোম্পানির ৯ নম্বর ঘাঁটিতে নোঙ্গর করা ইরাবতী নামে একটি অপরিশোধিত অয়েল ট্যাংকারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে নিহত হয়েছেন দুই ব্যক্তি এবং আহত হয়েছেন আরও দু'জন।

নিহত শ্রমিকদের নাম পরিচয় পাওয়া যায়নি। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। হতাহতরা সবাই ওই ট্যাংকারে কর্মরত শ্রমিক বলে জানা গেছে।

বৃহস্পতিবার (২৯ এপ্রিল) সকাল ৭টার দিকে সুপার পেট্রো কেমিকেল রিফাইনারি লিমিটেডের ঘাটে বাধা অবস্থায় ওই ট্যাংকারটিতে আগুন ধরে যায়।

বিষয়টি নিশ্চিত করে চট্টগ্রাম ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক নিউটন দাস জানান, সকাল ৭টার দিকে কর্ণফুলী নদীর ৯ নম্বর ঘাট এলাকায় অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে। আগুন নিয়ন্ত্রণে এসেছে। এ ঘটনায় ক্ষয়-ক্ষতির পরিমাণ এখনও জানা যায়নি।

এনএফ৭১/আরএইচ/২০২১




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top