বিশ্ববাজারের প্রভাব: দেশে স্বর্ণের দাম ভরিতে বেড়ে রেকর্ড ২ লাখ ৫৫ হাজার টাকা

বাণিজ্য ডেস্ক | প্রকাশিত: ২৫ জানুয়ারী ২০২৬, ১১:৩৬

স্বর্ণ । ছবি: সংগৃহীত

বিশ্ববাজারে দাম বাড়ার প্রভাবে দেশের বাজারে স্বর্ণের দাম নতুন রেকর্ডে পৌঁছেছে। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) জানিয়েছে, ভরিতে ৬ হাজার ২৯৯ টাকা বাড়িয়ে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৫৫ হাজার ৬১৭ টাকা।

শুক্রবার (২৩ জানুয়ারি) বাজুসের মূল্য নির্ধারণ সংক্রান্ত বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। নতুন এই দাম রোববার (২৫ জানুয়ারি) থেকে দেশের সব জুয়েলারি দোকানে কার্যকর হবে।

বাজুস জানায়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের দাম বৃদ্ধি পাওয়ায় স্বর্ণের বিক্রয়মূল্য পুনর্নির্ধারণ করা হয়েছে। নির্ধারিত দামের সঙ্গে সরকার নির্ধারিত ৫ শতাংশ ভ্যাট এবং ন্যূনতম ৬ শতাংশ মজুরি যোগ হবে।

এদিকে স্বর্ণের পাশাপাশি রুপার দামও বাড়ানো হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ২২ ক্যারেটের এক ভরি রুপার দাম নির্ধারণ করা হয়েছে ৬ হাজার ৮৮২ টাকা।

বিশ্ববাজারে মূল্যবৃদ্ধির ধারাবাহিক প্রভাব দেশের বাজারেও পড়ছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top