প্রযোজক চাইলে, তবে শাকিবের সঙ্গে দেখা যাবে: অপু বিশ্বাস
বিনোদন ডেস্ক | প্রকাশিত: ১০ জানুয়ারী ২০২৬, ১৫:৪২
ঢালিউড অভিনেত্রী অপু বিশ্বাস প্রায় দুই বছরের বিরতির পর শিগগিরই পর্দায় ফিরে আসছেন। সম্প্রতি এক ইভেন্টে তিনি তার নতুন সিনেমা ‘দুর্বার’ নিয়ে কথা বলেছেন এবং কিং শাকিব খান প্রসঙ্গেও মন্তব্য করেছেন।
অপু বিশ্বাস জানান, শাকিব খান একজন গ্লোবাল স্টার, সুপারস্টার ও মেগাস্টার। তাদের দীর্ঘদিনের জুটিকে আবার পর্দায় দেখা যাবে কি না— এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, “যদি কোনো হৃদয়বান প্রযোজকের কানে বিষয়টি পৌঁছায় এবং তিনি হাত বাড়িয়ে দেন, তবে দর্শকদের চাওয়া পূরণ হতে পারে।” উল্লেখ্য, শাকিব খান ও অপু বিশ্বাস আগে একসঙ্গে ৭২টি সিনেমা করেছেন।
‘দুর্বার’ সিনেমার শুটিংয়ের প্রস্তুতি শুরু করেছেন অপু। নির্মাতা কামরুল হাসান ফুয়াদ পরিচালিত এই থ্রিলারধর্মী সিনেমার ফার্স্টলুক সম্প্রতি সামাজিক মাধ্যমে প্রকাশিত হয়েছে। পোস্টারে অপু বিশ্বাসের রক্তমাখা মুখ ও রহস্যময় চাহনি দর্শকদের মধ্যে কৌতূহল সৃষ্টি করেছে।
অভিনেত্রী জানান, সিনেমার গল্প সম্পর্কে তিনি আপাতত বিস্তারিত বলতে পারছেন না। তবে ২০২৬ সালের বড় কোনো উৎসবে ‘দুর্বার’ দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাবে।
এনএফ৭১/ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।