সোমবার, ১২ জানুয়ারি ২০২৬, ২৮ পৌষ ১৪৩২

প্রভাসের ‘দ্য রাজা সাব’ মুক্তির প্রথম দিনেই বক্স অফিসে ১০০ কোটি রুপি অতিক্রম

নিউজ ডেস্ক | প্রকাশিত: ১০ জানুয়ারী ২০২৬, ১৫:৫২

সংগৃহীত

প্রভাস অভিনীত হরর–কমেডি ছবি ‘দ্য রাজা সাব’ মুক্তির প্রথম দিনেই বিশ্বব্যাপী বক্স অফিসে ১০০ কোটি রুপি অতিক্রম করেছে। যদিও সমালোচকদের কাছ থেকে ছবিটি নেতিবাচক প্রতিক্রিয়া পেয়েছে, টিকিট কাউন্টারে দর্শক সাড়া এখনও চোখে পড়ার মতো। খবর হিন্দুস্থান টাইমসের।

সাকনিল্ক ডটকমের তথ্য অনুযায়ী, বিদেশি বাজার থেকে প্রথম দিনেই ছবির আয় হয়েছে প্রায় ২৬ কোটি রুপি। ভারতের আয় ৫৪ কোটি রুপি, এবং পেইড প্রিভিউ থেকে আরও ৯ কোটি যোগ হয়ে মোট সংগ্রহ ১০০ কোটির ঘর ছাড়িয়েছে। ৮ জানুয়ারির প্রিভিউসহ প্রথম দিনের এই সাফল্য প্রমাণ করে, প্রভাসের স্টারডম এখনো অটুট।

তবে এই অর্জন প্রভাসের আগের ছবি ‘কাল্কি ২৮৯৮ এডি’–এর প্রথম দিনের রেকর্ডের তুলনায় কম। ২০২৪ সালে মুক্তিপ্রাপ্ত সেই ছবি প্রথম দিনেই বিশ্বব্যাপী আয় করেছিল প্রায় ১৯১ কোটি রুপি।

দ্য রাজা সাব ছবিটি মারুথি পরিচালিত, এবং পিপল মিডিয়া ফ্যাক্টরির ব্যানারে টি জি বিশ্ব প্রসাদ প্রযোজিত। ছবিতে প্রভাসের সঙ্গে অভিনয় করেছেন সঞ্জয় দত্ত, বোমান ইরানি, মালবিকা মোহনন, নিধি আগারওয়াল, ঋদ্ধি কুমার ও জারিনা ওয়াহাব। প্রভাস বলেন, “অ্যাকশননির্ভর সিনেমার ভিড়ে দর্শকদের জন্য একেবারে ভিন্ন স্বাদের বিনোদন দিতে চেয়েছি, আর সেখান থেকেই হরর–কমেডির জন্ম।”

যদিও হিন্দুস্তান টাইমসের রিভিউতে উল্লেখ করা হয়েছে, সিনেমা হাস্যরস উপস্থাপন করতে চেষ্টা করলেও গল্পে আরও গভীরতা প্রয়োজন। তবুও প্রথম দিনের বক্স অফিস সাফল্য প্রমাণ করে, সমালোচনা থাকা সত্ত্বেও দর্শকের আগ্রহে এখনো ভাটা পড়েনি।

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top