মঙ্গলবার, ২৭ জানুয়ারি ২০২৬, ১৪ মাঘ ১৪৩২

যশোরে জনসভায় জামায়াতের আমির: ভোটে ক্ষমতায় এলে ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করব

যশোর প্রতিনিধি | প্রকাশিত: ২৭ জানুয়ারী ২০২৬, ১১:০১

ছবি: সংগৃহীত

বাংলাদেশের জামায়াতে ইসলামের আমির ডা. শফিকুর রহমান বলেছেন, জনগণের ভোটে ক্ষমতায় এলে দলটি ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার চেষ্টা করবে। তিনি বলেন, “আমাদের প্রতীক হলো দাঁড়িপাল্লা। এই পাল্লার মাপে আমরা ইনশাল্লাহ কোনো কমবেশ করব না।”

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণার অংশ হিসেবে মঙ্গলবার (২৭ জানুয়ারি) সকালে যশোর শহরের কেন্দ্রীয় ঈদগাহ মাঠে আয়োজিত জনসভায় এসব কথা বলেন জামায়াত আমির।

শফিকুর রহমান যশোরকে সিটি করপোরেশনে উন্নীত করার প্রতিশ্রুতি দেন। তিনি বলেন,
“আল্লাহ তায়ালার রহমতে দেশ পরিচালনার দায়িত্ব পেলে আমরা যশোর শহরকে সিটি করপোরেশনে উন্নীত করব। মেডিকেল কলেজ, সদর হাসপাতাল, জলাবদ্ধতা, ভৌত অবকাঠামো ও যোগাযোগ ব্যবস্থা—এগুলি যৌক্তিক দাবি, যা আমরা অযৌক্তিক বা আহামরি মনে করি না। আমাদের প্রতীক দাঁড়িপাল্লা; এই পাল্লার মাপে আমরা কোনো কমবেশ করব না। যার যেখানে যেটা পাওনা, সেটা তাদের হাতে পৌঁছে দেওয়া হবে আমাদের নৈতিক দায়িত্ব।”

জনসভায় তিনি সকলকে গণভোটে ‘হ্যাঁ’ দিতে আহ্বান জানান। বলেন, “হ্যাঁ মানে আজাদী আর না মানে গোলামী।”

এর পাশাপাশি জামায়াতের আমির যশোরের বিভিন্ন সমস্যা সমাধানে দলের পরিকল্পনা তুলে ধরেন। সমাবেশে যশোরে ১০ দলীয় জোটের প্রার্থীদের পরিচয় করিয়ে দিয়ে দাঁড়িপাল্লা প্রতীকের পক্ষে ভোট চাওয়া হয়।

শফিকুর রহমানের সফরকে ঘিরে নেতা-কর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ দেখা গেছে।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top