আইসিসি নাকভিকে আটবার কল তবে সাড়া মেলেনি
নিউজ ডেস্ক | প্রকাশিত: ২৯ জানুয়ারী ২০২৬, ১৯:২৯
টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেওয়া নিয়ে বাংলাদেশের পাশে দাঁড়িয়েছে পাকিস্তান। পাশাপাশি পাকিস্তান বিশ্বকাপ বয়কট করার সম্ভাবনাও ভেবে দেখছে। পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের সঙ্গে বৈঠক করেছেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান মহসিন নাকভি। সূত্রের খবর, শুক্রবার অথবা সোমবারের মধ্যে পাকিস্তান চূড়ান্ত সিদ্ধান্ত ঘোষণা করতে পারে।
পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভির দিকে এখন গোটা ক্রিকেট বিশ্ব চোখ রাখছে। পাকিস্তানের গণমাধ্যম জানিয়েছে, আইসিসি চেয়ারম্যান জয় শাহ নাকভিকে আটবার কল দিয়েছেন, কিন্তু একটিমাত্র সাড়া পাননি। বৈঠকের পর নাকভি জানিয়েছেন, পাকিস্তানের বিশ্বকাপ ও বাংলাদেশ ইস্যুতে অবস্থান জানানো হবে ৩০ জানুয়ারি বা ২ ফেব্রুয়ারি। তবে পাকিস্তানের গণমাধ্যম জিএনএন দাবি করেছে, শুক্রবারই খোদ প্রধানমন্ত্রী দেশটির অবস্থান ঘোষণা করবেন।
পাকিস্তানের সিদ্ধান্তের ওপর নির্ভর করছে টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি ও আয়। বাংলাদেশ ও পাকিস্তান দুটো দলই না থাকলে আইসিসির আয় ক্ষতিগ্রস্ত হতে পারে এবং বিশ্বকাপের গ্রহণযোগ্যতা নিয়েও প্রশ্ন উঠতে পারে। পাকিস্তানের বিকল্প হিসেবে রয়েছে শুধু ভারত ম্যাচ বয়কট, বাংলাদেশের প্রতি সংহতি জানিয়ে কালো আর্মব্যান্ড পরে খেলা, বা পুরো বয়কট।
পাশাপাশি, মহসিন নাকভি সম্ভবত বাংলাদেশের প্রতি সংহতি দেখিয়ে বাংলাদেশ সফর করতে পারেন। এই পরিস্থিতিতে আইসিসি ও বিশ্বকাপের আয়োজকরা এখন চরম চাপের মধ্যে রয়েছেন।
এনএফ৭১/ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।