নিজের ও পরিবারের নিরাপত্তা চেয়ে হাদির ভাইয়ের জিডি

নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ২৫ জানুয়ারী ২০২৬, ১০:১১

ছবি: সংগৃহীত

ঘাতকের গুলিতে শহীদ শরীফ ওসমান বিন হাদির মেঝো ভাই ওমর বিন হাদি নিজের ও পরিবারের নিরাপত্তা চেয়ে রাজধানীর শাহবাগ থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।

শনিবার (২৪ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টায় শাহবাগ থানায় জিডিটি করা হয়।

জিডিতে ওমর বিন হাদি উল্লেখ করেন, শহীদ ওসমান হাদি হত্যাকাণ্ডের পর থেকে তিনি ও হাদির সন্তানকে হত্যার আশঙ্কা করছেন। যেহেতু এখনো হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত খুনি চক্র গ্রেপ্তার হয়নি, সেহেতু যেকোনো সময় অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটতে পারে বলে তিনি শঙ্কা প্রকাশ করেন। এতে তিনি ও শহীদ হাদির সন্তান চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে জানান।

এছাড়া জিডিতে আরও উল্লেখ করা হয়, সামাজিক যোগাযোগমাধ্যমের বিভিন্ন গ্রুপ ও ফেসবুক আইডি থেকে তাদের পরিবারের সুনাম ক্ষুণ্ন করার উদ্দেশ্যে অপপ্রচার চালানো হচ্ছে। পাশাপাশি তাকে হত্যার হুমকিও দেওয়া হচ্ছে বলে অভিযোগ করা হয়েছে।

এ বিষয়ে রমনা জোনের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মাসুদ আলম বলেন,
“শহীদ ওসমান হাদির পরিবারের সদস্যরা নিরাপত্তা শঙ্কার কথা জানিয়ে শাহবাগ থানায় একটি জিডি করেছেন। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top