জামায়াতের সঙ্গে এনসিপির জোট নিয়ে যা বললেন ছাত্র নেতা আব্দুল কাদের
নিউজ ডেস্ক | প্রকাশিত: ২৫ ডিসেম্বর ২০২৫, ১২:৪৮
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) বাংলাদেশ জামায়াতে ইসলামী’র সঙ্গে জোট করছে বলে জানিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক আব্দুল কাদের। তিনি মনে করছেন, এ সিদ্ধান্তে দেশের তরুণ রাজনীতির সম্ভাবনা মাটিতে চেপে যাবে এবং কার্যত এনসিপি জামায়াতের সঙ্গে একীভূত হয়ে যাবে।
বৃহস্পতিবার নিজের ফেসবুক স্ট্যাটাসে আব্দুল কাদের লিখেছেন, “তারুণ্যের রাজনীতির কবর রচিত হতে যাচ্ছে। সারাদেশের মানুষের ও নেতাকর্মীদের আশা-আকাঙ্ক্ষাকে উপেক্ষা করে কয়েকজন নেতার স্বার্থ হাসিলের জন্য এনসিপি জামায়াতের সঙ্গে সরাসরি জোট বাঁধছে।” তিনি আরও জানান, সবকিছু ঠিক থাকলে আগামীকাল আনুষ্ঠানিকভাবে জোটের ঘোষণা দেওয়া হতে পারে।
জোট সম্পর্কিত প্রাথমিক তথ্য অনুযায়ী:
১. জামায়াতের সঙ্গে আসনবিন্যাস নিয়ে চূড়ান্ত আলোচনায় এনসিপি ৫০ আসনের প্রস্তাব দিয়েছিল, যা চূড়ান্তভাবে ৩০ আসনে নাম দেওয়ার সিদ্ধান্তে গিয়েছে।
২. এ জোটে এনসিপি বাকি ২৭০ আসনে কোনো প্রার্থী দিতে পারবে না এবং এসব আসনে জামায়াতকে সহযোগিতা করবে।
৩. জোটসঙ্গী হিসেবে জামায়াত এনসিপিকে প্রতিটি আসনের জন্য ১.৫ কোটি টাকা নির্বাচনী খরচের অর্থ দেবে।
৪. চূড়ান্ত প্রার্থী নির্বাচন প্রক্রিয়ায় এনসিপি এবং জামায়াতের দুই প্রতিনিধি দায়িত্বে থাকবেন; এনসিপি থেকে নাসির উদ্দিন পাটোয়ারী, জামায়াত থেকে আব্দুল্লাহ মোহাম্মদ তাহের।
৫. এ ছাড়াও নাহিদ ইসলামের সম্ভাব্য প্রধানমন্ত্রী বা বিরোধী দলীয় নেতার অবস্থান নিয়ে সমঝোতা হয়েছে।
আব্দুল কাদের বলেন, “এতো তরুণ নিজের ক্যারিয়ার, পরিবার-পরিজন ছেড়ে দেশের জন্য এগিয়ে এসেছিল, স্বপ্ন দেখেছিল। কিন্তু এই জোটের মাধ্যমে সেই স্বপ্নকে মাটিচাপা দেওয়া হয়েছে।”
এনএফ৭১/ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।