শনিবার, ২৪ জানুয়ারি ২০২৬, ১১ মাঘ ১৪৩২

দীর্ঘ দুই দশকের প্রতীক্ষার অবসান: কাল বীর চট্টলায় আসছেন তারেক রহমান

স্টাফ রিপোর্টার । ঢাকা | প্রকাশিত: ২৪ জানুয়ারী ২০২৬, ১২:০৫

ছবি: সংগৃহীত

চট্টগ্রাম: দীর্ঘ দুই দশকের প্রতীক্ষার অবসান ঘটিয়ে কাল রোববার (২৫ জানুয়ারি) বীর চট্টলায় আসছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। নগরের ঐতিহাসিক পলোগ্রাউন্ড মাঠে আয়োজিত বিশাল জনসভায় প্রধান অতিথি হিসেবে ভাষণ দেবেন তিনি। তার এই সফরকে কেন্দ্র করে চট্টগ্রাম মহানগর ও জেলাজুড়ে দলীয় নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী জানিয়েছেন, আজ শনিবার রাতেই তারেক রহমান চট্টগ্রামে পৌঁছাবেন। রোববার সকাল ৯টা ৩০ মিনিটে হোটেল রেডিসন ব্লুতে তরুণ প্রজন্মের প্রতিনিধিদের সঙ্গে ‘পলিসি ডায়ালগ’-এ অংশ নেবেন তিনি। এরপর বেলা ১১টায় পলোগ্রাউন্ডের মূল জনসভায় যোগ দেবেন।

দলীয় সূত্রে জানা গেছে, এই মহাসমাবেশে অন্তত ১০ লাখ মানুষের সমাগমের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। আমীর খসরু বলেন,

“এটি কেবল দলীয় সমাবেশ নয়, বরং তারেক রহমানকে বরণ করতে সর্বস্তরের মানুষের এক স্বতঃস্ফূর্ত গণজমাগম হবে।”

চট্টগ্রাম সিটি মেয়র ও সাবেক নগর বিএনপি সভাপতি ডা. শাহাদাত হোসেনের তত্ত্বাবধানে পলোগ্রাউন্ডে ১০০ ফুট দৈর্ঘ্য ও ৬০ ফুট প্রস্থের বিশাল মঞ্চ তৈরি প্রায় শেষ। নিরাপত্তা নিশ্চিত করতে মঞ্চের সামনে আলাদা জোন ও নারী ও সাংবাদিকদের জন্য বিশেষ বসার ব্যবস্থা রাখা হয়েছে। পুরো মাঠজুড়ে স্থাপন করা হয়েছে কয়েকশ উচ্চক্ষমতাসম্পন্ন সাউন্ড সিস্টেম।

তারেক রহমানের আগমনকে কেন্দ্র করে চট্টগ্রাম শহরকে নিরাপত্তার চাদরে ঢেকে দিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। চট্টগ্রাম মহানগর পুলিশ (সিএমপি) কমিশনার হাসিব আজিজ জানিয়েছেন, সমাবেশস্থল ও আশপাশের এলাকায় পুলিশের তিন স্তরের নিরাপত্তা ব্যবস্থা থাকবে। প্রায় দুই হাজার পুলিশ সদস্য মোতায়েনের পাশাপাশি ডগ স্কোয়াড দিয়ে তল্লাশি চালানো হবে। এছাড়া বিএনপির নিজস্ব নিরাপত্তা বাহিনী ‘সিএসএফ’ (চেয়ারপারসন সিকিউরিটি ফোর্স) নিরাপত্তার দায়িত্বে সমন্বয় করবে।

পুরো চট্টগ্রাম শহর এখন ব্যানার, পোস্টার ও ফেস্টুনে ছেয়ে গেছে। যুবদল, ছাত্রদলসহ অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা নিয়মিত মিছিল ও প্রচারপত্র বিলি করছেন। চট্টগ্রাম মহানগর যুবদলের সাবেক সভাপতি মোশাররফ হোসেন দীপ্তি বলেন,

“দীর্ঘদিন পর প্রিয় নেতাকে সামনে থেকে দেখার জন্য চট্টগ্রামবাসী মুখিয়ে আছে।”

চট্টগ্রামের কর্মসূচি শেষ করে তারেক রহমান সড়কপথে ঢাকার উদ্দেশে রওনা হবেন। পথে ফেনী, কুমিল্লা ও নারায়ণগঞ্জের বিভিন্ন স্থানে আয়োজিত পথসভা ও জনসভায় তার বক্তব্য রাখার কথা রয়েছে।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top