মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ২ পৌষ ১৪৩২

ধর্মের মানচিত্র বদলাচ্ছে: পিউ বলছে ভারতই হবে মুসলিম সংখ্যার শীর্ষ দেশ

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ১৩ জুলাই ২০২৫, ১২:২৯

ছবি: সংগৃহীত

ইন্দোনেশিয়াকে পেছনে ফেলে ভারত হয়ে উঠবে বিশ্বের শীর্ষ মুসলিম জনসংখ্যার দেশ। ২০১০ থেকে ২০২০ সালের মধ্যে বিশ্বে মুসলিমদের সংখ্যা বেড়েছে প্রায় ৩৫ কোটি—যার বড় অংশ এসেছে এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল থেকে।

এই বৃদ্ধির পেছনে মূল কারণ—মুসলিমদের মধ্যে প্রজনন হার এখনও মৃত্যুহারের চেয়ে অনেক বেশি। ধর্মান্তর বা রূপান্তর এখানে বড় প্রভাব ফেলেনি।

ভারতে ২০১০ সালে হিন্দুদের সংখ্যা ছিল মোট জনসংখ্যার ৮০ শতাংশ, যা ২০২০ সালে নেমে এসেছে ৭৯ শতাংশে। একই সময়ে মুসলিমদের হার ১৪.৩ থেকে বেড়ে দাঁড়িয়েছে ১৫.২ শতাংশে। অর্থাৎ এক দশকে প্রায় ৩ কোটি ৫৬ লাখ মুসলিম বেড়েছে শুধু ভারতেই।

পিউ রিসার্চের পূর্বাভাস অনুযায়ী, ২০৫০ সালে বৈশ্বিক মুসলিম জনসংখ্যা দাঁড়াবে প্রায় ২৮০ কোটি! অন্যদিকে, খ্রিস্টানদের অনুপাতে কিছুটা কমবে, আর সবচেয়ে দ্রুত বাড়বে যারা কোনো ধর্ম মানেন না—অর্থাৎ নাস্তিক বা নিরপেক্ষ জনগোষ্ঠী।

এই বিশ্লেষণ বলছে, আগামী কয়েক দশকে বিশ্বজুড়ে ধর্মীয় গঠনে আসছে বড় পরিবর্তন। এই পরিবর্তনের প্রভাব কি শুধু ধর্মেই সীমাবদ্ধ থাকবে? নাকি রাজনীতি, সংস্কৃতি এবং সমাজেও ছড়িয়ে পড়বে এর ঢেউ?



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top