সরকারের দুই ছাত্র উপদেষ্টার সঙ্গে এনসিপির সম্পর্ক নেই: নাহিদ ইসলাম

Nasir Uddin | প্রকাশিত: ২৪ মে ২০২৫, ১৬:৫০

ছবি: সংগৃহীত

অন্তর্র্বতী সরকারে যে দুই ছাত্র উপদেষ্টা (আসিফ মাহমুদ ও মাহফুজ আলম) রয়েছেন, তাদের সঙ্গে এনসিপির কোনো সম্পর্ক নেই বলে জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। শনিবার (২৪ মে) দুপুরে রাজধানীর বাংলামোটরে অস্থায়ী কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

সংবাদ সম্মেলনে নাহিদ ইসলাম বলেন, ‘অন্তর্র্বতীকালীন সরকারে যে দুই ছাত্র উপদেষ্টা রয়েছে, তাদের সাথে জাতীয় নাগরিক পার্টির কোনো সম্পর্ক নেই। তারা গণ-অভ্যুত্থানের প্রেক্ষিতে গণ-অভ্যুত্থানের প্রতিনিধি হিসেবে সেই সময় সরকারে গিয়েছিলেন। আমিও তাদের সঙ্গে সে সময় একজন ছিলাম।’

তিনি আরও বলেন, ‘দুইজন ছাত্র উপদেষ্টাকে জাতীয় নাগরিক পার্টির সাথে সংযুক্ত করে এক ধরনের অপপ্রচার এবং তাদেরকে হেয় করার চেষ্টা করা হচ্ছে। আমরা বলব, এটি খুবই উদ্দেশ্যমূলক। গণ-অভ্যুত্থানের প্রতিনিধি হিসেবে যারা গিয়েছে। সরকার থেকে তারা বের হবেন বা আদৌ বের হবেন কিনা এটা তাদের সিদ্ধান্ত। আমাদের প্রত্যাশা, গণ-অভ্যুত্থানের বৈধতাসহ আকাঙ্ক্ষা গুলো বাস্তবায়নের ছাত্র উপদেষ্টাসহ সকল উপদেষ্টা একত্রে কাজ করবে।’

নাহিদ ইসলাম বলেন, আমাদের প্রত্যাশা, গণঅভ্যুত্থানের বৈধতাসহ আকাঙ্ক্ষাগুলো বাস্তবায়নে ছাত্র উপদেষ্টাসহ সব উপদেষ্টা একত্রে কাজ করবেন। দুজন ছাত্র উপদেষ্টাকে জাতীয় নাগরিক পার্টির সঙ্গে সংযুক্ত করে যে অপপ্রচার করা হচ্ছে, আমরা তার নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি।

তিনি বলেন, সেনাবাহিনীর পক্ষ থেকে ৬২৬ জনের একটা তালিকা প্রকাশ করা হয়েছে, যেটা আমরা দীর্ঘদিন ধরে শুনে আসছিলাম। এটাতো আগস্ট মাসের ঘটনা। এটা যদি আগেই প্রকাশ করা হতো, তাহলে জনগণের মনে কোনো ধরনের সন্দেহ তৈরি হতো না। প্রতিষ্ঠানের বিরুদ্ধে কথা বলার সুযোগ পেত না। সেনাবাহিনী আমাদের দেশের সার্বভৌমত্বের প্রতীক। গণঅভ্যুত্থান এবং তার পরবর্তী সময়ে সেনাবাহিনী যে ভূমিকা পালন করেছে, সেটা অবশ্যই গুরুত্বপূর্ণ।

তিনি আরো বলেন, ‘আমাদের রাজনৈতিক ইতিহাসে বিভিন্ন সময় দেখেছি, সেনাবাহিনীর সঙ্গে রাজনৈতিক সম্পর্ক কখনো কখনো তৈরি হয়। আমরা ১/১১ ঘটনা জানি। এসব ঘটনা কিন্তু আমাদের গণতন্ত্রের জন্য, রাষ্ট্রের জন্য এবং আমাদের সেনাবাহিনী প্রতিষ্ঠান হিসেবে, কারো জন্য কোনো ভালো ফলাফল নিয়ে আসেনি। সে বিষয়টার জন্য আমরা সবাই বিবেচনা করি। যার যেটা কাজ, যার যেটা দায়িত্ব, সেটা যাতে সবাই পালন করে।’

প্রধান উপদেষ্টার পদত্যাগ বিষয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘দেশে যে ধরনের পরিস্থিতি তৈরি করা হয়েছিল আদালত, এনবিআর, যমুনার সামনে, ড. মুহম্মদ ইউনূস সেই প্রেক্ষিতে মনে করছেন, যদি ওনাকে জিম্মি করা হয় এবং ওনাকে চাপ প্রয়োগ করে কোনো দাবি আদায় করা হয়, সেটি আসলে সম্ভব না, উনি এটাতে সম্মত নন। গণ-অভ্যুত্থানের পরবর্তীতে দেশের কিছু মৌলিক পরিবর্তনের জন্য উনি দায়িত্ব নিয়েছেন বলে মনে করেন। এটাই জনগণের প্রত্যাশা। সেই মৌলিক কাজগুলো বিচার, সংস্কার-এই বিষয়গুলো যদি উনি করতে না পারেন তাহলে আসলে ওনার থেকে কি লাভ?’

তিনি আরও বলেন, ‘উনি যে প্রতিশ্রুতির জায়গা থেকে এসেছিলেন, সেটি উনি রক্ষা করতে পারছেন না এই পরিস্থিতিতে। এবং দেশে যদি এই পরিস্থিতি চলতে থাকে, রাজনৈতিক দলগুলো ও বিভিন্ন পক্ষ যদি তাদের কার্যক্রম এভাবে চলমান রাখে, তাহলে ওনার পক্ষে দায়িত্ব পালন করা সম্ভব নয়। যদি নির্বাচনের জন্য এভাবে চাপ প্রয়োগ করা হয়, তাহলে একটি নিয়ন্ত্রিত নির্বাচন হতে যাচ্ছে এটাও তিনি সন্দেহ পোষণ করেছেন। ফলে এর দায়ভার উনি নিতে চান না।’

স্থানীয় সরকার নির্বাচনের দাবি জানিয়ে নাহিদ বলেন, যেহেতু এখন মেয়র বিষয় নিয়ে আদালতের বিভিন্ন ধরনের রায় আসছে এবং সেটা নিয়ে আন্দোলন ও এক ধরনের বিশৃঙ্খলা তৈরি হচ্ছে, ফলে আমরা মনে করি অতি দ্রুত স্থানীয় সরকার নির্বাচনের আয়োজন করা সম্ভব। সেটার জন্য নির্বাচন কমিশন পুনর্গঠন করে স্থানীয় সরকার নির্বাচনের দিকে যাওয়া উচিত। আর প্রধান উপদেষ্টার পক্ষ থেকে জাতীয় নির্বাচনের জন্য ডিসেম্বর থেকে জুনের যে টাইমফ্রেম দেওয়া হয়েছে আমরা তো সেটা সমর্থন করেছি ৷

রাজনৈতিক বিষয়ে সিদ্ধান্ত দেওয়া সেনাবাহিনীর কাজ নয় উল্লেখ করে আরেক প্রশ্নের জবাবে তিনি বলেন, এক-এগারোর বন্দোবস্ত বলতে বোঝায় সেনা সমর্থিত ও বিদেশি শক্তির প্রভাবে দেশে জনগণ ও গণতন্ত্র বিরোধী একটি সরকার। আমরা ৫ আগস্ট থেকে বারবার এটি স্পষ্ট করেছি, গণঅভ্যত্থানের সমর্থনে জনগণের পক্ষের সরকার হতে হবে, যারা গণতন্ত্র ও সংস্কার নিশ্চিত করবে। সেনাবাহিনীর প্রতি আমাদের শ্রদ্ধা আছে। সেনাবাহিনী দেশের একটি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান। কিন্তু রাজনৈতিক বিষয়ে সিদ্ধান্ত দেওয়া তার কাজ নয়। তার কাজ দেশের প্রতিরক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করা এবং ক্রাইসিস মোমেন্টে তারা এখন রাস্তায় আছে, আইনশৃঙ্খলার বিষয়টি দেখছে।

এসময় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্যসচিব আখতার হোসেন, জেষ্ঠ যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন, মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আব্দুল্লাহ প্রমুখ উপস্থিত ছিলেন।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top