ধামরাইয়ে এনসিপির মনোনীত প্রার্থী নাবিলা তাসনিদকে অবাঞ্ছিত ঘোষণা
নিউজ ডেস্ক | প্রকাশিত: ২৯ ডিসেম্বর ২০২৫, ১৬:০৬
ঢাকা-২০ (ধামরাই) আসনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার নাবিলা তাসনিদকে অবাঞ্ছিত ঘোষণা করেছেন ধামরাই উপজেলার এনসিপির স্থানীয় তৃণমূল নেতাকর্মীরা। মনোনয়ন ঘোষণার আগে তার কোনো পরিচিতি না থাকা, স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে সম্পৃক্ততা না থাকা এবং স্থানীয়দের অবজ্ঞা করার অভিযোগে তাঁকে এ পদক্ষেপ নেওয়া হয়েছে।
জাতীয় নাগরিক পার্টি ধামরাই উপজেলা কমিটির প্রধান সমন্বয়কারী ইস্রাফিল হোসেন খোকন সোমবার (২৯ ডিসেম্বর) এক সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেন। খোকন জানান, প্রথম পর্যায়ে ১২৫ আসনের মধ্যে ধামরাইসহ বিভিন্ন আসনে মনোনীত প্রার্থীদের মধ্যে নাবিলা তাসনিদের নাম প্রকাশ করা হয়। স্থানীয় নেতাকর্মীরা পরে জানতে পারেন, নাবিলা তাসনিদ উপজেলা রাজনীতির সঙ্গে কখনো যুক্ত ছিলেন না এবং ’২৪-এর আন্দোলনে তার কোনো ভূমিকা ছিল না।
খোকনের অভিযোগ, নাবিলা তাসনিদ স্থানীয় নেতাকর্মীদের উপেক্ষা করে কেন্দ্রীয় কমিটির সিদ্ধান্ত অনুযায়ী মনোনীত হয়েছেন এবং তিনি নিজের নির্বাচনী প্রচারণা অনলাইনে ও নিজ বাসা থেকে পরিচালনা করছেন। তিনি আরও বলেন, “এ অবস্থায় উপজেলার এনসিপির স্থানীয় নেতাকর্মীগণ নাবিলা তাসনিদকে ধামরাই উপজেলা থেকে অবাঞ্ছিত ঘোষণা করেছে।”
এ বিষয়ে নাবিলা তাসনিদের ক্যাম্পেইন ম্যানেজার ইঞ্জিনিয়ার সুমন জানান, “আমরা এখন বিষয়টি নিয়ে কিছু ভাবছি না। পরে এ বিষয়ে আলোচনা হবে।”
ধামরাই উপজেলা শাখার অন্যান্য নেতৃবৃন্দও সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।
এনএফ৭১/ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।