মঙ্গলবার, ২৭ জানুয়ারি ২০২৬, ১৪ মাঘ ১৪৩২

বিদ্বেষ ছড়ানোর অভিযোগে ইসরাইলি ইনফ্লুয়েন্সারের ভিসা বাতিল করল অস্ট্রেলিয়া

আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ২৭ জানুয়ারী ২০২৬, ১৩:৩৬

সংগৃহীত

বিদ্বেষ ছড়ানোর অভিযোগে অস্ট্রেলিয়া ইসরাইলি সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার স্যামি ইয়াহুদের ভিসা বাতিল করেছে। মঙ্গলবার (২৭ জানুয়ারি) দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী টনি বার্ক এক বিবৃতিতে জানান, ঘৃণা বা বিদ্বেষ ছড়ানোর উদ্দেশ্যে যে কেউ অস্ট্রেলিয়ায় আসতে চাইবে, তাদের স্বাগত জানানো হবে না।

স্যামি ইয়াহুদ ভিসা বাতিলের খবর পান অস্ট্রেলিয়ার উদ্দেশে বিমান ওঠার মাত্র তিন ঘণ্টা আগে। তিনি মূলত ইসলামবিদ্বেষী কন্টেন্ট প্রচারের জন্য পরিচিত। অস্ট্রেলীয় স্বরাষ্ট্রমন্ত্রী বার্তা সংস্থা এএফপিকে বলেন, যারা অস্ট্রেলিয়ায় আসতে চান তাদের সঠিক ভিসা এবং সঠিক উদ্দেশ্য থাকতে হবে; কেবল ঘৃণা ছড়ানোই আসার কোনো কারণ হতে পারে না।

ভিসা বাতিলের কয়েক ঘণ্টা আগে ইয়াহুদ সামাজিক যোগাযোগ মাধ্যমে ইসলামকে একটি ‘ঘৃণ্য মতাদর্শ’ হিসেবে অভিহিত করে বিতর্কিত মন্তব্য করেন।

সম্প্রতি সিডনির বন্ডি বিচে একটি ইহুদি উৎসবে বন্দুকধারীর হামলায় ১৫ জন নিহত হওয়ার পর অস্ট্রেলিয়া তাদের ঘৃণা-বিদ্বেষ বিরোধী আইন আরও কঠোর করেছে। এই আইনের অধীনে ইয়াহুদের ভিসা বাতিল করা হয়েছে। এর আগে ইসলামবিদ্বেষী মন্তব্যের কারণে ইসরাইলি-আমেরিকান অ্যাক্টিভিস্ট হিলেল ফুল্ড এবং ইসরাইলি আইনপ্রণেতা সিমচা রথম্যানেরও ভিসা বাতিল করা হয়েছিল।

যুক্তরাজ্যে জন্ম নেওয়া এবং বর্তমানে ইসরাইলের নাগরিক ইয়াহুদ মার্কিন প্রতিনিধি ইলহান ওমরকে দেশান্তরের দাবি তুলেছেন এবং ফিলিস্তিনি শরণার্থীদের জন্য কাজ করা জাতিসংঘ সংস্থা ‘আনরা’ (UNRWA) নিয়ে উপহাস করেছেন, যা নিয়ে বিতর্ক তৈরি হয়।

ভিসা বাতিল হওয়া সত্ত্বেও তিনি ইসরাইল থেকে আবুধাবি পৌঁছান, কিন্তু সেখান থেকে মেলবোর্নগামী ফ্লাইটে ওঠার অনুমতি পাননি।

স্যামি ইয়াহুদ এই সিদ্ধান্তকে ‘অন্যায্য’ ও ‘স্বৈরাচারী’ আখ্যা দিয়েছেন এবং আইনি পদক্ষেপের ঘোষণা দিয়েছেন। অন্যদিকে, অস্ট্রেলিয়ান জিউস অ্যাসোসিয়েশন, যারা ইয়াহুদকে বক্তা হিসেবে আমন্ত্রণ জানিয়েছিল, তারা সরকারের এই সিদ্ধান্তকে মতপ্রকাশের স্বাধীনতার ওপর হস্তক্ষেপ হিসেবে নিন্দা জানিয়েছে।

সূত্র: আলজাজিরা

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top