গাজীপুরে র্যাবের অভিযানে ধরা পড়ল জাল টাকার কারখানা, আটক ৩
নিউজ ডেস্ক | প্রকাশিত: ২৭ জানুয়ারী ২০২৬, ১৩:৫২
গাজীপুরের টঙ্গী পূর্ব থানাধীন দত্তপাড়া এলাকায় র্যাবের বিশেষ অভিযানে একটি জাল টাকার কারখানার সন্ধান পাওয়া গেছে। অভিযানে বিপুল পরিমাণ জাল টাকা ও তৈরির সরঞ্জামসহ তিনজনকে হাতেনাতে আটক করা হয়েছে।
র্যাব-১ সোমবার (২৬ জানুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে দত্তপাড়া এলাকার খোকন ভিলার পঞ্চম তলায় অভিযান চালায়। আটককৃতরা হলেন—আরিফ রায়হান (৩১), মো. রুবেল মিয়া (৩৩) ও মো. জাহিদুল ইসলাম ওরফে সবুজ (৩১)। র্যাব-১ এর মিডিয়া অফিসার অতিরিক্ত পুলিশ সুপার মো. রাকিব হাসান বিষয়টি নিশ্চিত করেছেন।
র্যাব সূত্র জানায়, অভিযানে তাদের হেফাজত থেকে ৫ লাখ ৪০ হাজার টাকার প্রস্তুত জাল নোট, প্রিন্টিং অবস্থায় ৯ লাখ ১০ হাজার টাকার জাল নোট, নগদ ১ হাজার ৯০০ টাকা এবং জাল টাকা তৈরির বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়। উদ্ধারকৃত সরঞ্জামের মধ্যে রয়েছে—৪টি প্রিন্টার, ৩টি ল্যাপটপ, লেমিনেটিং মেশিন, পেপার কাটার, স্ক্যানার, প্রিন্টার কালি, স্ক্রিন ফ্রেম, কেমিক্যাল, স্পিরিট, বিপুল পরিমাণ কাগজ ও একাধিক মোবাইল ফোন।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা স্বীকার করেছেন, তারা দীর্ঘদিন ধরে পরস্পর যোগসাজশে জাল টাকা তৈরি ও বাজারজাত করে আসছিল। উদ্ধারকৃত নোটগুলো বিক্রির উদ্দেশ্যেই প্রস্তুত করা হচ্ছিল।
আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাদের টঙ্গী পূর্ব থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। র্যাব জানিয়েছে, আসন্ন রোজা, ঈদ ও অন্যান্য ধর্মীয় উৎসবকে কেন্দ্র করে জাল টাকা চক্রের বিরুদ্ধে তাদের অভিযান আরও জোরদার করা হবে।
এনএফ৭১/ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।