সোমবার, ৫ মে ২০২৫, ২২ বৈশাখ ১৪৩২

মিরপুরে ভাড়া বৃদ্ধির প্রতিবাদে হেলপারকে মারধর, পাবলিক বাসের অবরোধ

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ১৭ নভেম্বর ২০২১, ০৫:০৭

মিরপুরে ভাড়া বৃদ্ধির প্রতিবাদে হেলপারকে মারধর, পাবলিক বাসের অবরোধ

তেলের দাম বৃদ্ধির সাথে সমন্বয় করতে বাস ভাড়া বৃদ্ধি পাওয়ার পর থেকেই জনগণ ক্ষুব্ধ। যাতায়াতে বাসের হেল্পার কন্ডাকটর এর সাথে বাক-বিতণ্ডা যেন রোজকার ব্যাপার। ভাড়া নিয়ে বাগবিতণ্ডার জেরে মঙ্গলবার (১৬ নভেম্বর) সকালে সাধারণ জনগণের সাথে বাস-শ্রমিকের কথা কাটাকাটির এক পর্যায়ে হাতাহাতি রূপ নেয়।

জানা গেছে, এই ঘটনায় এক বাস কর্মী আহত হয়েছে। তাকে হাসপাতালে ভর্তি  করা হয়। এর জের ধরে মিরপুরে চালকদের একটি অংশ বাস চালানো বন্ধ করে দিয়েছেন।

এছারাও অঘোষিত অবরোধ ডেকেছে বাস কর্মীরা। মাঝ রাস্তায় বাস থেকে যাত্রী নামিয়ে বাস ঘুরিয়ে দিচ্ছে তারা। এতে করে চরম ভোগান্তি তে পড়েছে সাধারণ মানুষ

শেষ খবর পাওয়া পর্যন্ত, মিরপুর-১২, মিরপুর-১০, মিরপুর-১ নম্বরসহ পুরো মিরপুর এলাকায় অধিকাংশ সিটিং সার্ভিস বাস চলাচল বন্ধ রয়েছে।

এনএফ৭১/এমএ/২০২১



বিষয়: মিরপুর


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top