মালিবাগে জুয়েলারি দোকান থেকে ৫০০ ভরি স্বর্ণ চুরি, তদন্তে পুলিশ
নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ৯ অক্টোবর ২০২৫, ১২:০৫

রাজধানীর মালিবাগে অবস্থিত ফরচুন শপিং মলের একটি জুয়েলারি দোকান থেকে প্রায় ৫০০ ভরি স্বর্ণালঙ্কার চুরির অভিযোগ উঠেছে। শম্পা জুয়েলার্স নামের এই দোকানটি থেকে চুরি হওয়ার খবর পাওয়া মাত্রই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে।
ডিএমপির রমনা থানার পরিদর্শক (তদন্ত) তারিকুল ইসলাম তারিক জানান, বুধবার রাতের কোনো এক সময়ে দোকানের সাটারের তালা কেটে চোররা দোকানের ভেতরে প্রবেশ করে। “মালিকপক্ষ আমাদের জানিয়েছে, প্রায় ৫০০ ভরি স্বর্ণালঙ্কার চুরি হয়েছে। আমরা সিসিটিভি ফুটেজ সংগ্রহ এবং এলাকায় তদন্ত পরিচালনা করছি। আশা করছি দ্রুত এ ঘটনার সঙ্গে জড়িতদেরকে চিহ্নিত করতে পারব।”
পুলিশের হাতে আসা সিসিটিভি ফুটেজে দেখা গেছে, বুধবার রাত ৩টার দিকে দু’জন চোর বোরকা পরে দোকানটির শাটারের তালা কেটে স্বর্ণালঙ্কার চুরি করে চলে যায়।
শম্পা জুয়েলার্সের মালিক অচিন্ত্য বিশ্বাস জানান, দোকানে মোট ৫০০ ভরি স্বর্ণ ছিল, যার মধ্যে ৪০০ ভরি স্বর্ণ দোকানের এবং ১০০ ভরি বন্ধক স্বর্ণ। এছাড়া দোকান থেকে নগদ ৪০ হাজার টাকাও চুরি হয়েছে। তিনি বলেন, “সাধারণ দিনের মতো রাতেও দোকান বন্ধ করে বাসায় চলে গিয়েছিলাম। সকালে বাজারের দারোয়ানের ফোনে জানতে পারি চুরি হয়েছে। পরে দোকানে এসে দেখি সব স্বর্ণালঙ্কারই চুরি হয়ে গেছে।”
পুলিশ সিসিটিভি ফুটেজ ও অন্যান্য প্রমাণ বিশ্লেষণ করে চুরির সঙ্গে জড়িতদের ধরার চেষ্টা করছে। তদন্ত প্রক্রিয়া চলমান এবং পুলিশ আশা করছে দ্রুত এই ঘটনায় সম্পৃক্তদের গ্রেপ্তার করা সম্ভব হবে।
বিষয়:
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।