বিমানবন্দরের আগুন নেভাতে কাজ করছে ২৮টি ইউনিট আরও যাচ্ছে ৮টি ইউনিট
নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ১৮ অক্টোবর ২০২৫, ১৬:২৭

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে শনিবার দুপুর ২টা ১৫ মিনিটের দিকে আকস্মিক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ৯টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। পাশাপাশি আরও ২৮টি ইউনিট ঘটনাস্থলে যাচ্ছে।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মিডিয়া সেলের কর্মকর্তা তালহা বিন জসিম জানান, আগুন নেভাতে তৎপর রয়েছে মোট ৩৭টি ইউনিট।
কার্গো ভিলেজের এই অংশে মূলত আমদানি করা বিভিন্ন পণ্য সংরক্ষিত থাকে। তবে আগুনের সঠিক কারণ বা ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও জানা যায়নি।
বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, এই অগ্নিকাণ্ডের কারণে বিমানবন্দরের প্রধান কার্যক্রমে কোনো বড় ধরনের ব্যাঘাত হয়নি। সব অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক ফ্লাইট সাময়িকভাবে স্থগিত রয়েছে।
কর্তৃপক্ষ জনগণকে নিরাপদে থাকার জন্য সতর্ক থাকার আহ্বান জানিয়েছে। আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনা হলে বিস্তারিত রিপোর্ট প্রদান করা হবে।
বিষয়:
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।