বাড়ছে আগুনের তীব্রতা, সরিয়ে নেওয়া হচ্ছে বিমান

নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ১৮ অক্টোবর ২০২৫, ১৬:৪৩

ছবি: সংগৃহীত

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজ এলাকায় শনিবার দুপুর আড়াইটার দিকে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বিমানবন্দর কর্তৃপক্ষ জানায়, সম্ভাব্য ক্ষতি এড়াতে হ্যাঙ্গারে থাকা বিমানগুলো আগুনের কাছ থেকে সরিয়ে নেওয়া হচ্ছে।

ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, আগুন নিয়ন্ত্রণে ২৮টি ফায়ার ইউনিট কাজ করছে। প্রত্যক্ষদর্শীরা জানান, আগুন লাগার সঙ্গে সঙ্গে এলাকায় ধোঁয়ার কুণ্ডলী দেখা দেয়।

বাংলাদেশ সিভিল এভিয়েশন অথরিটি, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের পাশাপাশি বিমানবাহিনীর দুটি ফায়ার ইউনিটও ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে আরও ইউনিট যুক্ত হয়ে পরিস্থিতি মোকাবিলা করছে।

ফায়ার সার্ভিসের এক কর্মকর্তা জানান, আগুনের উৎস শনাক্তের কাজ চলছে এবং আশপাশের এলাকা নিরাপত্তা বেষ্টনীতে রাখা হয়েছে। এ পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

বিমানবন্দর নির্বাহী পরিচালক মূখপাত্র মো. মাসুদুল হাসান মাসুদ জানিয়েছেন, অগ্নিকাণ্ডের কারণে ফ্লাইট চলাচল সাময়িকভাবে স্থগিত ঘোষণা করা হয়েছে।

সতর্কতা: বিমানবন্দর ও আশেপাশের এলাকায় যাত্রী এবং স্থানীয়দের নিরাপদ স্থানে থাকার জন্য পরামর্শ দেওয়া হয়েছে।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top