সোমবার, ২৫ সেপ্টেম্বর ২০২৩, ৮ আশ্বিন ১৪৩০
  • ** জাতীয় ** ভিসা নিষেধাজ্ঞা নিয়ে মাথা ঘামাচ্ছি না : আলজাজিরাকে পররাষ্ট্রমন্ত্রী ** বিদ্যুৎস্পর্শে ৪ জনের মৃত্যুর ঘটনা তদন্ত করে ব্যবস্থা : আতিক ** গ্যাটকো মামলায় খালেদাসহ ১৫ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি ২৩ অক্টোবর ** সারাদেশ ** ইঞ্জিন লাইনচ্যুত, ময়মনসিংহে রেল যোগাযোগ বন্ধ ** সাড়ে ৮ মাসে রাজশাহী বিভাগে রেললাইনে ৮৪ জনের মৃত্যু ** সারাবিশ্ব ** সোমালিয়ায় বোমা বিস্ফোরণে নিহত ১৮ ** বেনিনে জ্বালানি ডিপোতে বিস্ফোরণ, নিহত ৩৫ ** সব ধরনের সংবাদ জানতে ভিজিট করুন: https://www.newsflash71.com ** সংবাদ ও ভিডিও পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিন: fb/newsflash71bd ** সব ধরনের ভিডিও দেখতে আমাদের ইউটিউব চ্যানেল ভিজিট করুন: youtube.com/newsflash71 


এশিয়া কাপে দলের সঙ্গে যোগ দিলেন সাকিব, থাকছেন না মুশফিক, কিন্তু কেন?

শাকিল খান | প্রকাশিত: ১৪ সেপ্টেম্বর ২০২৩ ১৬:৫৫

ছবি: সংগৃহীত

এশিয়া কাপে শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ শেষ করে দেশে ফিরেছিলেন জাতীয় দলের ওয়ানডে ক্যাপ্টেন সাকিব আল হাসান ও উইকেটরক্ষক ব্যাটার মুশফিকুর রহিম। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কাছ থেকে তিন দিনের ছুটি নিয়ে দেশে এসেছিলেন সাকিব এবং সন্তান জন্ম নেওয়ার কারণে দেশে ফিরে এসেছিলেন মুশফিক।

দেশে ফিরে ব্যক্তিগত কিছু কাজ সেরে ফের দলের সঙ্গে যোগ দিয়েছেন তিনি। বুধবার (১৪ সেপ্টেম্বর) শ্রীলঙ্কায় দলের সঙ্গে যোগ দিয়েছেন বাঁ-হাতি এই অলরাউন্ডার। দলের সঙ্গে যোগ দেওয়ার কথা ছিলো মুশফিকুর রহিমেরও। কিন্তু পারিবারিক কারণে শেষ পর্যন্ত শ্রীলঙ্কা যাওয়া হয়নি ডানহাতি এই ব্যাটারের।

বিসিবি জানায়, ‘মুশফিক আমাদের জানিয়েছে, তার স্ত্রী এখনও সুস্থ হওয়ার প্রক্রিয়ায় আছে। সে জন্য তার স্ত্রী ও সন্তানের পাশে থাকা দরকার। আমরা তার বিষয়টি বুঝতে পারছি। সেজন্য তাকে শেষ ম্যাচ খেলানো থেকে বিরত রাখার সিদ্ধান্ত নিয়েছি।’

বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) নিয়মরক্ষার ম্যাচে ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।

 

 




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

এই বিভাগের জনপ্রিয় খবর
Top