বাংলাদেশ-পাকিস্তান সিরিজের নতুন সূচি প্রকাশ, কমে গেল ম্যাচ
Nasir Uddin | প্রকাশিত: ২১ মে ২০২৫, ১৯:৩০

পাকিস্তানে টি-২০ সিরিজ খেলতে যাবে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। বুধবার পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) সিরিজের চূড়ান্ত সূচি ঘোষণা করেছে। নতুন সূচি অনুযায়ী, তিন ম্যাচের সিরিজ আগামী ২৮ মে, ৩০ মে এবং ১ জুন মাঠে গড়াবে।
তবে ভেন্যু অপরিবর্তিত থাকছে। তিনটি ম্যাচই হবে লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে। এর আগে তিন ম্যাচের সিরিজ ২৭ মে শুরু হওয়ার কথা ছিল। ২৯ মে ও ১ জুন হওয়ার কথা ছিল বাকি দুই ম্যাচ।
নতুন সূচি অনুযায়ী, ২৫ মে পাকিস্তানে পা রাখবে বাংলাদেশ দল। সিরিজ শুরু হবে ২৮ মে প্রথম টি-টোয়েন্টি দিয়ে। এরপর ৩০ মে এবং ১ জুন সিরিজের বাকি দুটি ম্যাচ। সবকটি ম্যাচই হবে লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে।
এক নজরে সিরিজের সূচি
২৮ মে: প্রথম টি-টোয়েন্টি
৩০ মে: দ্বিতীয় টি-টোয়েন্টি
১ জুন: তৃতীয় টি-টোয়েন্টি
বাংলাদেশের বিপক্ষে আসন্ন সিরিজটি গাদ্দাফি স্টেডিয়ামের ফ্লাডলাইটের আলোয় রোমাঞ্চকর হবে বলে আশাবাদী পিসিবি।
সাম্প্রতিক সময়ে দুই চিরপ্রতিদ্বন্দ্বী দেশ ভারত-পাকিস্তানের সামরিক সংঘাতের কারণে এই সিরিজ হওয়া নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছিল। পরে যুদ্ধবিরতি কার্যকর হলে নতুন করে বিসিবিকে পরিবর্তিত সূচি পাঠিয়েছিল পিসিবি। অন্তর্র্বতী সরকারের ‘সবুজ সংকেত’ পাওয়ার পর সম্মতি জানিয়েছে বিসিবি।
বিষয়:
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।