রবিবার, ২১ সেপ্টেম্বর ২০২৫, ৬ আশ্বিন ১৪৩২

নারী ওয়ানডে ম্যাচে ইতিহাস গড়লো অস্ট্রেলিয়া ও ভারত

স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ২১ সেপ্টেম্বর ২০২৫, ১৭:৪০

ছবি: সংগৃহীত

দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে অস্ট্রেলিয়া-ভারত ওয়ানডে ম্যাচে ৪৩ রানের জয় পেয়েছে অস্ট্রেলিয়ার নারী দল। তবে ম্যাচটি জয়-পরাজয় ছাপিয়ে পুরোপুরি ভিন্ন কারণে আলোচনায় এসেছে- নারী ক্রিকেটে নতুন রেকর্ডের জন্ম দিয়েছেন দুই দল।

অস্ট্রেলিয়া প্রথমে ব্যাট করে বিশাল ৪১২ রান সংগ্রহ করে। জবাবে ব্যাট করতে নেমে ভারতও দারুণ লড়াই দেখায়, কিন্তু শেষ পর্যন্ত ৩৬৯ রানে অলআউট হয়। দুই দলের ব্যাটিংয়ে মিলিয়ে ম্যাচে মোট ৭৮১ রান হয়েছে, যা নারী ওয়ানডেতে এক ম্যাচে সর্বোচ্চ।

অস্ট্রেলিয়ার করা ৪১২ রান তাদের নারী ওয়ানডেতে যৌথ সর্বোচ্চ ইনিংস। এর আগে ১৯৯৭ সালের বিশ্বকাপে ডেনমার্কের বিপক্ষে এত রান করেছিল তারা। ম্যাচে মোট ৯৯টি চার ও ১২টি ছক্কা এসেছে, অর্থাৎ এক ম্যাচেই দর্শকরা দেখেছেন ১১১টি বাউন্ডারি। নারী ওয়ানডেতে প্রথমবারের মতো একটি ম্যাচে সেঞ্চুরি বাউন্ডারি হয়েছে।

ভারতও এই ম্যাচে নারী ওয়ানডেতে প্রথমবার চারশো রান হজম করল। এর আগে অস্ট্রেলিয়ার বিপক্ষে সর্বোচ্চ ৩৭১ রান হজম করেছিল তারা। রান তাড়ায় মিলিয়ে ভারতের ৩৬৯ রান এখন নারী ওয়ানডেতে এক ইনিংসে সর্বোচ্চ। আগের রেকর্ডটি দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে বেঙ্গালুরুতে ৩২৫ রানের জবাবেই ৩২১ রান করা ছিল।

এই ম্যাচ কেবল জয়-পরাজয়ের জন্য নয়, বরং নারী ক্রিকেটের ইতিহাসে একটি নতুন অধ্যায়ের সূচনা করেছে।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top