এশিয়া কাপ
সুপার ফোরে পাকিস্তান-শ্রীলঙ্কা ম্যাচ ‘মাস্ট উইন’ লড়াই
স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৫৩

এশিয়া কাপের সুপার ফোরে নিজেদের দ্বিতীয় ম্যাচে শ্রীলঙ্কার মুখোমুখি হচ্ছে পাকিস্তান। প্রথম ম্যাচে ভারতের কাছে হেরে পাকিস্তানের জন্য মঙ্গলবারের ম্যাচটি হয়ে উঠেছে অত্যন্ত গুরুত্বপূর্ণ।
পাকিস্তান শ্রীলঙ্কার কাছে হেরে গেলেও সরাসরি টুর্নামেন্ট থেকে ছিটকে যাবে না। তবে ফাইনালে ওঠার সম্ভাবনা তখন নির্ভর করবে অন্য ম্যাচগুলোর ফলাফলের ওপর। সরাসরি ফাইনালে খেলতে হলে পাকিস্তানকে শ্রীলঙ্কা এবং বৃহস্পতিবার বাংলাদেশকে হারাতে হবে। পাশাপাশি, ভারতের বিপক্ষে বাংলাদেশকে হারতেও হবে তাদের।
যদি পাকিস্তান আজ হারে, তারা আশা করতে পারবে ভারতের বিরুদ্ধে শ্রীলঙ্কা ও বাংলাদেশ উভয় দলকেই হারা। নেট রান রেটের হিসাবেও পাকিস্তানকে সুবিধাজনক অবস্থায় থাকতে হবে।
অন্যদিকে, আজ শ্রীলঙ্কা জিতলে তাদের ফাইনালে ওঠার সম্ভাবনা আরও জোরালো হবে। বাংলাদেশও সুপার ফোরে ভালো অবস্থানে আছে, বিশেষ করে শ্রীলঙ্কার বিপক্ষে রোমাঞ্চকর জয় পাওয়ার পর।
মাঠে পাকিস্তান ও শ্রীলঙ্কার এই ম্যাচ এখন রূপ নিচ্ছে ‘অবশ্য জিততেই হবে’ লড়াইয়ে, যেখানে হার মানলে প্রায় বিদায় নিশ্চিত।
বিষয়:
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।