চ্যাম্পিয়নস লিগ এনে দিয়ে ব্যালন ডি’অর জিতলেন দেম্বেলে

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১৩:৫৬

সংগৃহীত

ফুটবলের সবচেয়ে মর্যাদাপূর্ণ পুরস্কার ব্যালন ডি’অর-এর বিজয়ীদের নাম ঘোষণা করা হয়েছে! ২০২৫ সালের ব্যালন ডি’অর পুরুষ বিভাগে জিতেছেন পিএসজির ফরাসি ফরোয়ার্ড উসমান দেম্বেলে।

পিএসজিকে প্রথমবারের মতো উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ জেতাতে তার দুর্দান্ত পারফরম্যান্স তাকে এই সম্মানে ভূষিত করেছে। তিনি পেছনে ফেলেছেন লা লিগা এবং ইউরো ২০২৫ জয়ী স্পেনের তরুণ তারকা লামিন ইয়ামালকে।

অন্যদিকে, নারী বিভাগে ইতিহাস গড়েছেন বার্সেলোনার স্প্যানিশ মিডফিল্ডার আইতানা বনমাতি। তিনি টানা তৃতীয়বারের মতো এই পুরস্কার জিতে মিশেল প্লাতিনি ও লিওনেল মেসির মতো কিংবদন্তিদের পাশে নিজের নাম লিখিয়েছেন।

ফ্রান্সের প্যারিসের থিয়াত্র দ্য শাতলেতে এক জমকালো অনুষ্ঠানে এই দুই তারকার হাতে তুলে দেওয়া হয় তাদের পুরস্কার। দেম্বেলের আগে ফ্রান্সের হয়ে ব্যালন ডি’অর জিতেছিলেন রেমন্ড কোপা, মিশেল প্লাতিনি, জঁ-পিয়ের পাপাঁ, জিনেদিন জিদান এবং করিম বেনজেমা। বনমাতি তার স্বদেশী ও বার্সেলোনা সতীর্থ মারিওনা ক্যালদেন্তেকে হারিয়ে এই শিরোপা জেতেন।

 

 



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top