ফিট থাকলে খেলবেন! ২০২৬ বিশ্বকাপে খেলার আগ্রহ জানালেন মেসি
নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ২৮ অক্টোবর ২০২৫, ১৬:২৭
ফুটবলপ্রেমীদের মনে একটাই প্রশ্ন—২০২৬ বিশ্বকাপে কি আর্জেন্টিনার জার্সিতে দেখা যাবে মহাতারকা লিওনেল মেসিকে? এবার সেই জল্পনায় নিজেই মুখ খুললেন মেসি। যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম এনবিসি নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি ২০২৬ বিশ্বকাপে খেলার আগ্রহের কথা জানিয়েছেন। তবে শর্ত একটাই—সবকিছু নির্ভর করবে তাঁর শারীরিক ফিটনেসের ওপর।
মেসি বলেন, আমি সেখানে থাকতে চাই এবং দলের সাফল্যে ভূমিকা রাখতে চাই। ইন্টার মায়ামির হয়ে আগামী মৌসুমের প্রস্তুতি শুরু হলে প্রতিদিন নিজের শারীরিক অবস্থা মূল্যায়ন করব। আমি ফিট থাকলে অবশ্যই খেলতে চাই।
মাঠের পারফরম্যান্সে তাঁর ঝলক এখনও চোখে ধাঁধানো। এমএলএস-এ ২৮ ম্যাচে ২৯ গোল করে জিতেছেন গোল্ডেন বুট। পাশাপাশি এমভিপি পুরস্কারের ফাইনালিস্টও হয়েছেন তিনি।
আপাতত মেসির নজর ক্লাব সাফল্যে। এমএলএস কাপের সেমিফাইনাল নিশ্চিত করতে ন্যাশভিলের বিপক্ষে সিরিজ খেলছে ইন্টার মায়ামি। আগামী ২ নভেম্বর দ্বিতীয় ম্যাচ জিতলেই নিশ্চিত হবে শেষ চারের টিকিট।
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।