বৃহঃস্পতিবার, ৩০ অক্টোবর ২০২৫, ১৫ কার্তিক ১৪৩২

ভারতীয় দলকে আবারও ধাক্কা

স্পোর্টস ডেক্স | প্রকাশিত: ৩০ অক্টোবর ২০২৫, ১৪:৫২

সংগৃহীত

অস্ট্রেলিয়ার বিপক্ষে চলমান ওয়ানডে সিরিজের শেষ ম্যাচে শ্রেয়াস আইয়ার চোট পাওয়ার পর ভারতীয় দলের চিন্তা বেড়েছে। এবার আরও এক ক্রিকেটারকে মাঠের বাইরে রাখতে হলো। নিতিশ কুমার রেড্ডি প্রথম তিনটি টি-টোয়েন্টি ম্যাচে খেলতে পারছেন না।

নিতিশের চোট মূলত দ্বিতীয় ওয়ানডে ম্যাচে কোয়াড্রিসেপসে শুরু হয়েছিল। পুনরায় সুস্থ হওয়ার প্রক্রিয়ায় এবার ঘাড়ে চোট পাওয়ায় নড়াচড়ায় অসুবিধা হচ্ছে। ভারতীয় বোর্ড জানিয়েছেন, খেলোয়াড়কে ঝুঁকি না নিয়ে সম্পূর্ণ সুস্থ হওয়ার সুযোগ দেওয়া হবে।

এশিয়া কাপ ফাইনালের পর প্রথমবার টি-টোয়েন্টি খেলতে নেমেছে ভারত। তবে চোটের কারণে দলের একাধিক ক্রিকেটারকে বাইরে রাখতে হচ্ছে, যা ভারতের জন্য বড় সমস্যা হয়ে দাঁড়াচ্ছে।

 

নিফ্লা৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top