ইতিহাস গড়ল প্রোটিয়ারা! ইংল্যান্ডকে গুঁড়িয়ে প্রথমবার বিশ্বকাপের ফাইনালে
নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ৩০ অক্টোবর ২০২৫, ১৫:০৯
ইতিহাস গড়ল দক্ষিণ আফ্রিকার নারী ক্রিকেট দল! শক্তিশালী ইংল্যান্ডকে ১২৫ রানের বিশাল ব্যবধানে হারিয়ে প্রথমবারের মতো ওয়ানডে বিশ্বকাপের ফাইনালের টিকিট পেল প্রোটিয়ারা।গৌহাটিতে অনুষ্ঠিত সেমিফাইনালে প্রথমে ব্যাট করে লওরা উলভার্টের দুর্দান্ত সেঞ্চুরিতে ভর করে দক্ষিণ আফ্রিকা তোলে ৩১৯ রানের বিশাল সংগ্রহ।
প্রোটিয়া ওপেনার লওরা উলভার্ট খেলেন ১৪৩ বলে ১৬৯ রানের চোখ ধাঁধাঁনো ইনিংস। তার ইনিংসে ছিল ২০টি চার এবং চারটি ছক্কার মার। মারিজানে ক্যাপ ও চোলি টাইরনও ব্যাট হাতে দারুণ অবদান রাখেন।
জবাবে ব্যাট করতে নেমে শুরুতেই চরম বিপর্যয়ে পড়ে ইংল্যান্ড। ১ রানেই হারায় ৩ উইকেট। এরপর অধিনায়ক ন্যাট স্কাইভার ব্রান্ট ও অ্যালিস ক্যাপসি ১০৫ রানের জুটি গড়লেও, তা যথেষ্ট হয়নি।ইংল্যান্ড শেষ পর্যন্ত ১৯৪ রানে অলআউট হয়।
প্রোটিয়াদের জয়ের মূল নায়ক ছিলেন ব্যাটার উলভার্ট এবং বোলার মারিজানে ক্যাপ, যিনি ৭ ওভারে মাত্র ২০ রান দিয়ে নেন ৫টি মূল্যবান উইকেট।এই ঐতিহাসিক জয়ে দক্ষিণ আফ্রিকা নারী দল প্রথমবারের মতো বিশ্বকাপের ফাইনালে জায়গা করে নিল।
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।