বগুড়ার উইকেটই দেশের সেরা, এখান থেকে জাতীয় দলে উঠতে পারে নতুন তারকা: তামিম ইকবাল
বগুড়া প্রতিনিধি: | প্রকাশিত: ১ নভেম্বর ২০২৫, ১১:২৯
বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল বলেছেন, “বাংলাদেশের সবচেয়ে ভালো ব্যাটিং উইকেট বগুড়া। আশা করবো ভবিষ্যতে এখানে আন্তর্জাতিক ক্রিকেট আগের মতো আবার ফিরবে।”
শনিবার (তারিখ উল্লেখযোগ্য) বগুড়া সদরের এরুলিয়া হাইখোলা বালুর মাঠে ‘বিএফএ ফুটবল টুর্নামেন্ট’-এর ফাইনাল ম্যাচে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
তামিম আরও বলেন, “বগুড়ায় যদি একটি আধুনিক ক্রিকেট একাডেমি গড়ে তোলা যায়, তাহলে এখান থেকে মুশফিকুর রহিম, তৌহিদ হৃদয়ের মতো আরও অনেক প্রতিভাবান ক্রিকেটার জাতীয় দলে জায়গা করে নিতে পারবে।”
বগুড়া ফুটবল একাডেমীর আয়োজিত এই টুর্নামেন্টের ফাইনালকে ঘিরে স্থানীয় দর্শকদের মধ্যে ছিল ব্যাপক উন্মাদনা। হাজারো দর্শকের উপস্থিতিতে হাইখোলা মাঠ কানায় কানায় পূর্ণ হয়ে ওঠে। ফাইনালে বিদ্যুৎ বয়েজ ক্লাব ১-০ গোলে তরুণ যুব সংঘকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়।
খেলা শেষে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তামিম ইকবাল চ্যাম্পিয়ন দলের হাতে ট্রফি ও প্রাইজমানি তুলে দেন।
এর আগে টুর্নামেন্টটির উদ্বোধন করেন বগুড়া ফুটবল একাডেমীর প্রধান পৃষ্ঠপোষক ও ‘আমরা বিএনপি পরিবারের’ আহ্বায়ক আতিকুর রহমান রুমন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক উপ-কমিটির সদস্য ইসরাফিল খসরু।
এছাড়া বগুড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কালাম আজাদ, এবং বাংলাদেশ জেলা ও বিভাগীয় ক্রীড়া সংগঠক অ্যাসোসিয়েশনের সদস্য সচিব সৈয়দ আমিনুল হক দেওয়ান সজল উপস্থিত ছিলেন। ফাইনাল আয়োজনের সভাপতিত্ব করেন বগুড়া ফুটবল একাডেমীর সভাপতি মো. শহিদুল ইসলাম শহিদ।
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।