বাংলাদেশ দলের সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিন পদত্যাগ করবেন
স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ৫ নভেম্বর ২০২৫, ১২:২৩
বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিন পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন। বিষয়টি নিশ্চিত করেছেন তিনি নিজেই ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ক্রিকবাজ-কে। ইতিমধ্যে তিনি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)-কে পদত্যাগপত্র পাঠিয়েছেন।
সাম্প্রতিক সময়ে সালাউদ্দিনকে নিয়ে ক্রিকেটপ্রেমীদের মধ্যে সমালোচনা চলছিল। এর মধ্যেই জাতীয় দলের ব্যাটিং কোচ হিসেবে দায়িত্ব নেওয়া হয়েছেন মোহাম্মদ আশরাফুল। সূত্রে জানা গেছে, আসন্ন আয়ারল্যান্ড সিরিজ শেষ হওয়ার পর তিনি জাতীয় দলের দায়িত্ব থেকে সরে দাঁড়াবেন।
পদত্যাগ প্রসঙ্গে মোহাম্মদ সালাউদ্দিন জানিয়েছেন, তিনি ব্যক্তিগত কারণে এই সিদ্ধান্ত নিয়েছেন। তার সঙ্গে বিসিবির চুক্তি ছিল আগামী ২০২৭ ওয়ানডে বিশ্বকাপ পর্যন্ত, তবে জাতীয় দলের সঙ্গে দায়িত্ব পালন করেছেন মাত্র এক বছর।
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।