কোর্তোয়ার মহাকাব্যিক লড়াইও হারাল! অ্যানফিল্ডে রিয়ালকে হারাল লিভারপুল
নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ৫ নভেম্বর ২০২৫, ১৩:২৩
অ্যানফিল্ডে মঙ্গলবার রাতটা ছিল যেন এক রুদ্ধশ্বাস নাটক! একপাশে লিভারপুলের নিরন্তর আক্রমণ, অন্যপাশে থিবো কোর্তোয়ার একা এক প্রতিরোধ! কোর্তোয়ার মহাকাব্যিক লড়াইও শেষ পর্যন্ত রিয়াল মাদ্রিদকে রক্ষা করতে পারল না।
ম্যাচের প্রথমার্ধ ছিল আক্ষরিক অর্থেই 'লিভারপুল বনাম কোর্তোয়া'। ডমিনিক সোবোসলাই, কোডি গাকপো, এমনকি সালাহ— সবার শটই আটকে দিয়েছেন এই বেলজিয়ান গোলরক্ষক। ২৭ মিনিটে সোবোসলাইয়ের কাছ থেকে নেওয়া শট তাঁর পা বাড়িয়ে ফিরিয়ে দেওয়ার দৃশ্য ছিল যেন সিনেমার মতো! শেষ মুহূর্ত পর্যন্ত হাল ছাড়েননি তিনি।
কিন্তু ফুটবল পরিসংখ্যানের খেলা নয়। ৬১ মিনিটে সেই প্রতিরোধের দেয়াল ভেঙে গেল। সোবোসলাইয়ের নিখুঁত ফ্রি কিক থেকে আসা বলে অ্যালেক্সিস ম্যাক-অ্যালিস্টার মাথা ছুঁইয়ে বল জালে জড়ান। লিভারপুলের ১-০ গোলের জয় নিশ্চিত হয়।
এই হারেও কোর্তোয়া আবারও অ্যানফিল্ডের নায়ক, তবে জয়ের নায়ক নন। যদিও রিয়ালের হাতে বলের দখল ছিল বেশি, কিন্তু ধার ছিল না। বিপরীতে লিভারপুলের ১৭ শটের মধ্যে ৯টি ছিল লক্ষ্যভেদী। দর্শকরা মনে রাখবে সেই লম্বা বেলজিয়ানকে— যিনি প্রায় একাই রিয়ালকে বাঁচিয়ে রাখছিলেন।
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।