বুধবার, ৫ নভেম্বর ২০২৫, ২১ কার্তিক ১৪৩২

বিপিএলে শাকিব খানের ঢাকা ক্যাপিটালস! ৫ বছরের জন্য মালিকানা

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ৫ নভেম্বর ২০২৫, ১৮:২৯

সংগৃহীত

ক্রিকেট আর সিনেমার ফ্যানদের জন্য দারুণ খবর! ঢাকাই সিনেমার কিং খান শাকিব খান আগামী পাঁচ বছরের জন্য বিপিএলের দল ঢাকা ক্যাপিটালস-এর মালিকানায় থাকছেন। গেল আসরে প্রথমবার দলের মালিকানা নিয়ে তিনি ব্যাপক আলোচনা তৈরি করেছিলেন। বিশেষ করে, গ্যালারিতে শাকিবের উপস্থিতি ছিল নজরকাড়া।

গতবার তিনি প্রতিশ্রুতি দিয়েছিলেন, তার দল আরও শক্তিশালী ও আগ্রাসী রূপে ফিরবে। সব ধোঁয়াশা কাটিয়ে জানা গেল, এবারও ‘চ্যাম্পিয়ন স্পোর্টস’ কোম্পানির মাধ্যমে তিনিই মালিকানায় থাকছেন।’

একাধিক সূত্র এবং বিসিবি নিশ্চিত করেছে যে, আগামী পাঁচ বছরের জন্য ঢাকা ক্যাপিটালসের মালিকানা পেলেন শাকিব খান। আগামী ১৯ ডিসেম্বর শুরু হচ্ছে বিপিএলের ১২তম আসর। এবার দল কমে অংশ নিচ্ছে ৫টি: ঢাকা, রংপুর, চট্টগ্রাম, রাজশাহী ও সিলেট। বাদ পড়েছে খুলনা ও বরিশাল। ১৭ নভেম্বর প্লেয়ার্স ড্রাফট অনুষ্ঠিত হবে।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top