আর্জেন্টিনার নতুন বিশ্বকাপের জার্সি উন্মোচন, দাম ১৮০ ডলার
নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ৬ নভেম্বর ২০২৫, ১২:৫২
বিশ্বকাপ চ্যাম্পিয়ন আর্জেন্টিনা! অ্যাডিডাস উন্মোচন করলো ২০২৬ বিশ্বকাপের জন্য লিওনেল মেসিদের নতুন জার্সি। ইতিহাস, উদ্ভাবন এবং অতীত অর্জনের প্রতি শ্রদ্ধা রেখে তৈরি করা হয়েছে এই নতুন ডিজাইন। প্রত্যাশিতভাবেই জার্সিতে রয়েছে তিনটি তারকা, যা ১৯৭৮, ৮৬ ও ২০২২ বিশ্বকাপ জয়ের প্রতীক।
জার্সির ঘাড়ের পেছনে খোদাই করে লেখা আছে '১৮৯৩' সাল—যে বছর আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন প্রতিষ্ঠিত হয়। আর বুকের সোনালি প্যাঁচটি ২০২২ কাতার বিশ্বকাপ জয়ের প্রতীক।
জার্মানি, স্পেন, জাপানসহ মোট ২২টি জাতীয় দলের জার্সি উন্মোচন করেছে অ্যাডিডাস, যেখানে লক্ষ্য ছিল ঐতিহ্য ও আধুনিকতার সংমিশ্রণ ঘটানো। খেলোয়াড়দের জার্সিতে রয়েছে উন্নত 'ক্লিমাকুল+' প্রযুক্তি।০
আর্জেন্টিনা জাতীয় দলের এই নতুন জার্সির প্রধান মডেল ছিলেন কিংবদন্তী লিওনেল মেসি। জার্সিটির দাম রাখা হয়েছে সর্বনিম্ন ১০০ থেকে সর্বোচ্চ ১৮০ ডলার, বা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১২ হাজার থেকে ২২ হাজার টাকা।
আগামী ১৪ নভেম্বর অ্যাঙ্গোলার বিপক্ষে এক প্রীতি ম্যাচে নতুন এই জার্সিতে অভিষেক হতে চলেছে আর্জেন্টিনা জাতীয় দলের।
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।