বাংলাদেশ ফুটবল দলের ২৭ সদস্যের প্রাথমিক স্কোয়াড ঘোষণা
নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ৬ নভেম্বর ২০২৫, ১৩:০২
বাংলাদেশ ফুটবল দল আগামী ১৩ নভেম্বর নেপালের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলবে। এরপর ১৮ নভেম্বর ঘরের মাঠে ভারতের বিপক্ষে এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচে অংশগ্রহণ করবে দলটি।
দুই ম্যাচের ক্যাম্প শুরু হলেও আগে দল ঘোষণা না করায় সমালোচনার মুখে পড়েছিলেন কোচ হাভিয়ের ক্যাবরেরা। তবে বুধবার সন্ধ্যায় বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) ২৭ সদস্যের প্রাথমিক স্কোয়াড ঘোষণা করেছে।
স্কোয়াডে চমক না থাকলেও, সর্বশেষ সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচে অংশ নেওয়া খেলোয়াড়রাই এ মাসের দুই ম্যাচে সুযোগ পেয়েছেন।মিতুল মারমা, সুজন হোসেন, পাপ্পু হোসেন, মেহেদি হাসান শ্রাবণ, তারিক রায়হান কাজী, রহমত মিয়া, শাকিল আহাদ তপু, আবদুল্লাহ ওমর, সাকিল হোসেন, জায়ান আহমেদ, তপু বর্মণ, তাজউদ্দিন, সাদউদ্দিন, সৈয়দ শাহ কাজেম কিরমানি, শেখ মোরসালিন, জামাল ভূঁইয়া, সোহেল রানা, মোহাম্মদ সোহেল রানা, মোহাম্মদ হৃদয়, হামজা চৌধুরী, শমিত সোম, মোহাম্মদ ইব্রাহিম, আল আমিন, আরমান ফয়সাল আকাশ, শাহরিয়ার ইমন, ফয়সাল আহমেদ ফাহিম, রাকিব হোসেন।
দলের কোচ হাভিয়ের ক্যাবরেরা জানিয়েছেন, “সিঙ্গাপুর ম্যাচে যারা ভাল খেলেছে, তাদের ওপরই আস্থা রেখেছি। পরিচিত মুখ দিয়ে এই দুটি গুরুত্বপূর্ণ ম্যাচ খেলব আমরা।”
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।