২০২৬ টি–টোয়েন্টি বিশ্বকাপের ফাইনাল হতে পারে নরেন্দ্র মোদি স্টেডিয়ামে, চূড়ান্ত সূচি শীঘ্রই প্রকাশ

স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ৬ নভেম্বর ২০২৫, ১৬:৩৯

সংগৃহীত

২০২৬ সালের টি–টোয়েন্টি বিশ্বকাপের ফাইনাল হতে পারে বিশ্বের সবচেয়ে বড় ক্রিকেট ভেন্যু আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে। আইসিসি আগামী কয়েক দিনের মধ্যে টুর্নামেন্টের চূড়ান্ত সূচি প্রকাশ করবে।

ভারতের সংবাদমাধ্যম দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস জানায়, সম্প্রতি বিসিসিআইয়ের শীর্ষ কর্মকর্তাদের বৈঠকে সিদ্ধান্ত হয়েছে, এবারের বিশ্বকাপ তুলনামূলকভাবে কম সংখ্যক শহরে আয়োজন করা হবে। প্রতিটি ভেন্যুতে অন্তত ৬টি করে ম্যাচ অনুষ্ঠিত হবে।

বিসিসিআইয়ের চূড়ান্ত তালিকায় যে পাঁচটি শহরের নাম রয়েছে, সেগুলো হলো—আহমেদাবাদ, দিল্লি, কলকাতা, চেন্নাই ও মুম্বাই। এছাড়া শ্রীলঙ্কার তিনটি মাঠেও কিছু ম্যাচ অনুষ্ঠিত হবে, যদিও সেগুলোর নাম এখনও প্রকাশ করা হয়নি। বেঙ্গালুরু ও লখনৌ ভেন্যু হবে কি না, তা এখনো অনিশ্চিত।

বিসিসিআই জানিয়েছে, যেসব স্টেডিয়ামে সম্প্রতি নারী ওয়ানডে বিশ্বকাপের ম্যাচ হয়েছিল, সেগুলো এবার ব্যবহার করা হবে না। ফলে গৌহাটি, বিশাখাপত্তনম, ইন্দোর ও নবী মুম্বাই ভেন্যু তালিকা থেকে বাদ পড়েছে। আইসিসি জানিয়েছে, যদি শ্রীলঙ্কা সেমিফাইনালে ওঠে, তাহলে তাদের ম্যাচ কলম্বোতে হবে। পাকিস্তান যদি ফাইনালে ওঠে, তাহলে নিরপেক্ষ ভেন্যুতে ম্যাচ অনুষ্ঠিত হবে।

ভারত–পাকিস্তান ম্যাচটি পূর্বনির্ধারিত চুক্তি অনুযায়ী কলম্বোতে অনুষ্ঠিত হবে। এই চুক্তি অনুসারে দুই দল নিজেদের দেশে না গিয়ে তৃতীয় দেশে মুখোমুখি হবে।

টুর্নামেন্টের সূচি অনুযায়ী, আসর শুরু হতে পারে আগামী ৭ ফেব্রুয়ারি এবং শেষ হবে ৮ মার্চ। মোট ২০ দল চারটি গ্রুপে ভাগ হয়ে লড়বে। প্রতিটি গ্রুপ থেকে দুটি করে দল খেলবে সুপার এইটে। সুপার এইট পর্ব শেষে সেমিফাইনালে পৌঁছাবে চারটি দল। পুরো বিশ্বকাপে মোট ৫৫টি ম্যাচ অনুষ্ঠিত হবে।

বিশ্বকাপে অংশ নেওয়া দলগুলো চূড়ান্ত হয়েছে। স্বাগতিক হিসেবে ভারত ও শ্রীলঙ্কার অংশগ্রহণ নিশ্চিত। ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপের শীর্ষ ৭ দল আফগানিস্তান, অস্ট্রেলিয়া, বাংলাদেশ, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজ। এরপর আয়ারল্যান্ড, নিউজিল্যান্ড ও পাকিস্তান বিশ্বকাপের চূড়ান্ত পর্বে জায়গা পেয়েছে।

বাকি ৮টি দল বাছাইপর্বের মাধ্যমে বিশ্বকাপে জায়গা করে নিয়েছে। আমেরিকা অঞ্চল থেকে কানাডা, ইউরোপ থেকে ইতালি ও নেদারল্যান্ডস, আফ্রিকা থেকে নামিবিয়া ও জিম্বাবুয়ে এবং এশিয়া-প্যাসিফিক থেকে ওমান, নেপাল ও আরব আমিরাত।

 

 

নিফ্লা৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top