লস অ্যাঞ্জেলেস অলিম্পিক ২০২৮-এ ফিরছে ক্রিকেট, শঙ্কায় বাংলাদেশ-পাকিস্তান
স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ৮ নভেম্বর ২০২৫, ১৬:৪৯
১৯০০ সালের পর আবারও অলিম্পিক মঞ্চে ফিরছে ক্রিকেট। তবে সেই আনন্দে এখনই ভাগ বসাতে পারছে না বাংলাদেশ ও পাকিস্তানের মতো দলগুলো। কারণ, লস অ্যাঞ্জেলেস অলিম্পিক ২০২৮–এ অংশ নেওয়ার পথ এবার অনেক কঠিন হতে যাচ্ছে।
দুবাইয়ে অনুষ্ঠিত বোর্ড মিটিং শেষে শুক্রবার এক বিবৃতিতে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) জানিয়েছে, অলিম্পিকে পুরুষ ও নারী বিভাগে ছয়টি করে দল অংশ নেবে। তবে দল বাছাই হবে না টি-টোয়েন্টি র্যাংকিংয়ের ভিত্তিতে; বরং প্রতিটি মহাদেশ থেকে শীর্ষ দলগুলো সরাসরি সুযোগ পাবে, আর ষষ্ঠ দল নির্ধারিত হবে একটি গ্লোবাল কোয়ালিফায়ার থেকে।
এই নিয়ম অনুযায়ী, এশিয়া থেকে ভারতের অংশগ্রহণ প্রায় নিশ্চিত। বর্তমান সময়ে টি-টোয়েন্টিতে এশিয়ার সেরা দল ভারত। ফলে বাংলাদেশ, পাকিস্তান, শ্রীলঙ্কা ও আফগানিস্তানকে জায়গা পেতে হলে কঠিন বাছাইপর্বে খেলতে হতে পারে।
আইসিসির বিবৃতিতে বলা হয়, “বোর্ড আন্তর্জাতিক অলিম্পিক কমিটি (আইওসি) ও লস অ্যাঞ্জেলেস ২০২৮ গেমস কর্তৃপক্ষের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করছে। লস অ্যাঞ্জেলেসে পুরুষ ও নারী উভয় বিভাগে ছয়টি করে দল অংশ নেবে, যেখানে মোট ২৮টি ম্যাচ অনুষ্ঠিত হবে।”
আয়োজক দেশ হিসেবে যুক্তরাষ্ট্র সরাসরি অংশগ্রহণের সুযোগ পেতে পারে বলে ধারণা করা হচ্ছে। পাশাপাশি ওয়েস্ট ইন্ডিজকেও সুযোগ দেওয়া হতে পারে বলে শোনা যাচ্ছে।
লস অ্যাঞ্জেলেস অলিম্পিকে ক্রিকেট ইভেন্ট শুরু হবে ২০২৮ সালের ১২ জুলাই। গ্লোবাল কোয়ালিফায়ার ও অংশগ্রহণকারী দলগুলোর তালিকা প্রকাশ করবে আইসিসি শিগগিরই।
নিফ্লা৭১/ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।