রবিবার, ৯ নভেম্বর ২০২৫, ২৫ কার্তিক ১৪৩২

জাহানারার যৌন হয়রানির অভিযোগ তদন্তে ৩ সদস্যের কমিটি বিসিবির

স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ৯ নভেম্বর ২০২৫, ১১:২০

সংগৃহীত

বাংলাদেশ নারী ক্রিকেটের অন্যতম তারকা জাহানারা আলম সম্প্রতি এক গণমাধ্যমে কান্নাজড়িত কণ্ঠে জানিয়েছেন, জাতীয় দলের ম্যানেজমেন্টের এক কর্মকর্তার কাছ থেকে তিনি অশালীন প্রস্তাব ও আচরণের শিকার হয়েছিলেন। তার এই অভিযোগে দেশের ক্রীড়াঙ্গনে নেমে এসেছে তোলপাড়।

জাহানারা অভিযোগ করেন, ২০২২ সালের নারী বিশ্বকাপ চলাকালে জাতীয় দলের তৎকালীন নির্বাচক ও ম্যানেজার মঞ্জুরুল ইসলাম মঞ্জু তাকে অশালীন প্রস্তাব দেন। তিনি জানান, মঞ্জু তার ব্যক্তিগত বিষয় নিয়ে অশোভন মন্তব্য করেন এবং একাধিকবার অনৈতিক আচরণের মাধ্যমে হয়রানি করেন।

জাহানারা বলেন,

“আমি মঞ্জু ভাইকে কোনো দিন ক্ষমা করবো না। তিনি বলেছিলেন— ‘তোর পিরিয়ড কবে শেষ হবে, তারপর চলে আসিস, আমার দিকটাও তো দেখতে হবে।’ তিনি শুধু আমার সঙ্গেই নয়, দলের মেয়েদেরও অশালীনভাবে জড়িয়ে ধরতেন ও স্পর্শ করতেন।”

ঘটনাটি প্রকাশ্যে আসার পর বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) বিষয়টিকে অত্যন্ত সংবেদনশীল হিসেবে উল্লেখ করে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে। বোর্ড জানিয়েছে, অভিযোগের সত্যতা যাচাই করতে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নিতে তদন্ত চলছে।

এ ঘটনায় সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা, তামিম ইকবালসহ দেশের অনেক সিনিয়র ক্রিকেটার প্রকাশ্যে জাহানারার পাশে দাঁড়িয়েছেন এবং ন্যায়বিচারের দাবি জানিয়েছেন।

মাশরাফি এক পোস্টে লিখেছেন,

“একজন নারী ক্রিকেটার যদি নিজের দেশের জার্সি পরে এমন অভিজ্ঞতার শিকার হন, সেটা আমাদের জন্য লজ্জার। বিষয়টির সুষ্ঠু তদন্ত ও বিচার হওয়া উচিত।”

বর্তমানে মানসিকভাবে বিপর্যস্ত জাহানারা ক্রিকেট থেকে দূরে রয়েছেন। এক সময় দেশের হয়ে বহু জয়ের নায়ক এই অলরাউন্ডারের ভবিষ্যৎ নিয়ে ভক্তরাও উদ্বিগ্ন।

 

নিফ্লা৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top