এনজো ফার্নান্দেজ চোটের কারণে আর্জেন্টিনার প্রীতি ম্যাচ থেকে ছিটকে গেলেন
স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ৯ নভেম্বর ২০২৫, ১২:৫০
কার্ডজনিত কারণে আর্জেন্টিনার শেষ দুটি প্রীতি ম্যাচে স্কোয়াডে ছিলেন না মিডফিল্ডার এনজো ফার্নান্দেজ। চলতি বছরের শেষ আন্তর্জাতিক ম্যাচের জন্য দলে ফিরলেও, চোটের কারণে স্কোয়াড ঘোষণার পরদিনই তিনি বাদ পড়েছেন।
ইংলিশ প্রিমিয়ার লিগের ম্যাচে শনিবার রাতে উলভারহ্যাম্পটনের বিপক্ষে চেলসির ৩-০ ব্যবধানে জয়ের ম্যাচে ইনজুরি নিয়ে মাঠ ছাড়েন ২৪ বছর বয়সী এই তারকা। ইএসপিএন জানিয়েছে, ইউরোপীয় ক্লাব ফুটবলের ব্যস্ত সূচির কারণে তিনি পর্যাপ্ত বিশ্রামের সুযোগ পাননি।
এনজো জানিয়েছেন, “চার মাস আগে ডান পায়ের হাঁটুর চোট পেয়েছিলাম। সাম্প্রতিক সময়ে সেটি আরও বেড়েছে। আবারও ব্যথা অনুভব করায় মেডিক্যাল টিমের সঙ্গে আলোচনা করেছি এবং বিশ্রামের সিদ্ধান্ত নিয়েছি।”
আর্জেন্টিনা আগামী ১৪ নভেম্বর আফ্রিকান দেশ অ্যাঙ্গোলার সঙ্গে প্রীতি ম্যাচ খেলবে। সেই স্কোয়াডে থাকলেও এবার তিনি অংশ নেবেন না। এনজো জানিয়েছেন, “গত সপ্তাহে অনেক ব্যথায় কাতরাচ্ছিলাম। পুনর্বাসনের মাধ্যমে শতভাগ ফিট হয়ে সতীর্থদের সঙ্গে দলে যোগ দিতে পারব বলে আশা করছি। এখন আমার হাঁটুর জন্য দুই সপ্তাহের বিশ্রাম সবচেয়ে উপযুক্ত।”
এনজোর অনুপস্থিতি আর্জেন্টিনার জন্য কোনো সমস্যা নয়, তবে চেলসির জন্য তাকে ফিট রাখা গুরুত্বপূর্ণ। তাই দীর্ঘমেয়াদী সমস্যায় না পড়তে আপাতত চোট পুনর্বাসনকে প্রাধান্য দিচ্ছেন এই বিশ্বকাপজয়ী মিডফিল্ডার।
আসন্ন ম্যাচের জন্য দলে আছেন অভিজ্ঞরা, যেমন: লিওনেল মেসি, রদ্রিগো ডি পল, ক্রিস্টিয়ান রোমেরো, হুলিয়ান আলভারেজ এবং লাউতারো মার্টিনেজ। স্থানীয় ক্লাবগুলোয় খেলা ফুটবলাররা এবার স্কোয়াডে ডাক পাননি।
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।