রবিবার, ৯ নভেম্বর ২০২৫, ২৫ কার্তিক ১৪৩২

জাতীয় দলের ক্যাম্পে কিউবা মিচেল

স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ৯ নভেম্বর ২০২৫, ১৪:২৮

সংগৃহীত

ভারত ও নেপালের ম্যাচের আগে বাংলাদেশ জাতীয় ফুটবল দলে এসেছে পরিবর্তন। ডিফেন্ডার রহমত মিয়া ও ফরোয়ার্ড মোহাম্মদ ইব্রাহিম চোটের কারণে পুরোপুরি ফিট নাও হতে পারেন। এজন্য তাদের স্থলে জাতীয় দলের ক্যাম্পে ডাক পেয়েছেন ইংল্যান্ড প্রবাসী কিউবা মিচেল এবং মুর্শেদ আলী।

কিউবা জুন মাসে বাংলাদেশের হয়ে প্রথমবার খেলার অনুমতি পান। তবে সিঙ্গাপুর ও হংকং ম্যাচে জাতীয় দলের ক্যাম্পে সুযোগ পাননি। ভারতের বিপক্ষে প্রাথমিক দলে তাকে না রাখায় সমালোচনার মুখে পড়েন হেড কোচ হ্যাভিয়ের কাবরোরা, কিন্তু নিজের সিদ্ধান্তে অটল থাকেন তিনি। ইব্রাহিমের চোট কিউবার জন্য নতুন সুযোগ তৈরি করেছে।

মুর্শেদ আলী অনূর্ধ্ব-২৩ দলের ক্যাম্পে ছিলেন এএফসি অনূর্ধ্ব-২৩ টুর্নামেন্টের বাছাইয়ের জন্য। জাতীয় ফুটবল দল রোববার (৯ নভেম্বর) বিকেলে কিংস অ্যারেনায় অনুশীলন করবে। ৫-৮ নভেম্বর পর্যন্ত জাতীয় দলের অনুশীলনে মিডিয়ার প্রবেশাধিকার ছিল না। আজ হেড কোচ কাবরোরা মিডিয়ার জন্য ১৫ মিনিটের জন্য সেশন রেখেছেন।

 

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top