বুধবার, ১২ নভেম্বর ২০২৫, ২৮ কার্তিক ১৪৩২

চা-বিরতির পর দুইশ পার, জয়-এর সেঞ্চুরিতে দৃঢ় বাংলাদেশ

নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ১২ নভেম্বর ২০২৫, ১৬:২১

সিলেট টেস্টে দ্বিতীয় দিনের দ্বিতীয় সেশনেও ব্যাটে দাপট; সাদমানের আউট আক্ষেপ হয়ে রইল | ছবি: সংগৃহীত

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আয়ারল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্টে দাপট দেখাচ্ছে বাংলাদেশ। চা-বিরতির পর দলীয় স্কোর দুইশ পার করার পাশাপাশি দ্বিতীয় সেঞ্চুরি তুলে নিয়েছেন মাহমুদুল হাসান জয়। ১৯০ বলে শতক পূর্ণ করেন তিনি।

সর্বশেষ খবর অনুযায়ী, ১ উইকেট হারিয়ে ২৫৪ রানে ব্যাট করছে বাংলাদেশ। ক্রিজে ১২৭ রানে অপরাজিত আছেন জয়, আর তার সঙ্গে ৪৪ রানে খেলছেন মুমিনুল হক।

এর আগে দ্বিতীয় সেশনে বাংলাদেশের একমাত্র উইকেটের পতন ঘটে ওপেনার সাদমান ইসলামের আউটে। হামফ্রেইসের নিচু হওয়া একটি বল ব্যাটের কানায় লেগে উইকেটরক্ষকের হাতে গেলে প্রথমে আম্পায়ার সাড়া না দিলেও রিভিউতে আউট ঘোষণা করা হয়। আউট হওয়ার আগে ১০৪ বলে ৯টি চার ও ১ ছক্কায় ৮০ রান করেন সাদমান।

এই জুটিতে জয় ও সাদমান গড়েন ১৬৮ রানের দারুণ ওপেনিং পার্টনারশিপ। তিন নম্বরে নেমে মুমিনুল জয়কে সঙ্গ দিচ্ছেন দৃঢ়ভাবে।

দিনের শুরুতে মাত্র ১৪ বলের মধ্যে আয়ারল্যান্ডের প্রথম ইনিংস গুটিয়ে দেয় বাংলাদেশ। ৮ উইকেটে ২৮০ রানে দিন শুরু করা আইরিশরা শেষ পর্যন্ত ২৮৬ রানে অলআউট হয়। তাইজুল ইসলাম ও হাসান মাহমুদ দিনের শুরুতেই শেষ দুটি উইকেট নেন।

চা-বিরতির আগ পর্যন্ত ১ উইকেটে ১৯৮ রান তুলেছিল বাংলাদেশ। এরপর দ্বিতীয় সেশনে যোগ হয় আরও ৮৯ রান।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top