বুধবার, ১২ নভেম্বর ২০২৫, ২৮ কার্তিক ১৪৩২

নিজের ভুল বুঝতে পেরে ক্ষমা চাইলেন নেইমার

স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ১২ নভেম্বর ২০২৫, ১৮:৫৩

সংগৃহীত

ব্রাজিলিয়ান ফুটবলে চলমান অস্থিরতার মধ্যেও নেইমারকে ঘিরে নাটক থামছে না। ফ্লামেঙ্গোর বিপক্ষে ৩–০ হারের ম্যাচে বদলি হওয়ার পর মাঠ ছাড়ার সময় অসন্তোষ প্রকাশ করেছিলেন ব্রাজিলিয়ান এই তারকা। তবে ম্যাচ শেষে নেইমার নিজের আচরণকে ‘ভুল’ হিসেবে স্বীকার করেছেন এবং ব্যক্তিগতভাবে সান্তোসের কোচ হুয়ান পাবলো ভয়ভোদার সঙ্গে যোগাযোগ করেছেন।

গ্লোবো এসপোর্তে’র খবরে বলা হয়েছে, নেইমারের রাগ মূলত কোচের বদলি সিদ্ধান্তকে ঘিরে নয়, বরং রেফারির কয়েকটি বিতর্কিত সিদ্ধান্তকে কেন্দ্র করে। ফোনালাপে তিনি কোচকে জানান, বদলি সিদ্ধান্ত নিয়ে তার কোনো আপত্তি ছিল না। যদিও সরাসরি দুঃখ প্রকাশ করেননি, তবু নিজের আচরণকে অনুচিত হিসেবে মেনে নিয়েছেন।

সান্তোস ক্লাবের ঘনিষ্ঠ সূত্রের দাবি, আলোচনার পর পরিস্থিতি ‘সমাপ্ত’ হিসেবে ধরা হচ্ছে। এছাড়া ফোনালাপে নেইমার কোচ ভয়ভোদার প্রশংসাও করেছেন, বিশেষ করে দলের সাম্প্রতিক পারফরম্যান্সের উন্নতি নিয়ে।

তবে অবনমন সংকট এখনও কাটেনি; সান্তোস সেফ জোন থেকে দুই পয়েন্ট পিছিয়ে। আগামী শনিবার দলের মুখোমুখি পামেইরাসের সঙ্গে ম্যাচে নেইমারের পারফরম্যান্স হবে ভাগ্য নির্ধারণী। সতর্কতার কারণে মঙ্গলবার তিনি দলের সঙ্গে অনুশীলন করেননি।

সমর্থকদের সঙ্গে সম্পর্কও টানাপোড়েনে রয়েছে নেইমারের। ধারাবাহিক হতাশার মাঝেই নিজেকে প্রমাণ ও দর্শকের মন জয় করা এখন তার বড় চ্যালেঞ্জ। চাপ, বিতর্ক ও প্রত্যাশার এই ঝড়ের মধ্যেও নেইমারের সাম্প্রতিক আত্মসমালোচনা সান্তোসে শান্তির হাওয়া বইয়ে দিতে পারে—যদি তা মাঠে প্রতিফলিত হয়।

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top