৩৫ বলে সোহানের সেঞ্চুরি,জিতল বাংলাদেশ
স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ১৫ নভেম্বর ২০২৫, ১৬:০৮
এশিয়া কাপ রাইজিং স্টার্সে বাংলাদেশ ‘এ’ দল হংকংকে ৮ উইকেটে হারিয়েছে। হংকংয়ের দেওয়া ১৬৮ রানের লক্ষ্য তাড়া করতে নেমে হাবিবুর রহমান সোহান ঝড়ো ব্যাটিংয়ের মাধ্যমে মাত্র ৩৫ বলে শতক পূর্ণ করেন।
সোহানের ইনিংসে ৮ চার ও ১০ ছক্কা ছিল। তিনি বাংলাদেশিদের মধ্যে স্বীকৃত টি-টোয়েন্টিতে সবচেয়ে দ্রুত অর্ধশতক ও শতকের রেকর্ড গড়ে দেন। তার সঙ্গে শেষ মুহূর্তের ঝড়ো ব্যাটিংয়ে কিঞ্চিত শাহ ১১তম ওভারের শেষ পাঁচ বলেই ছক্কা হাঁকিয়ে বাংলাদেশকে জয়ের মুখ দেখান। আক্রমণাত্মক ব্যাটিংয়ে আকবরও ১৩ বলে ৬ ছক্কায় ৪১ রান করে দলের জয় নিশ্চিত করেন।
আগে ব্যাটিংয়ে নেমে হংকং ৮ উইকেট হারিয়ে ১৬৭ রান সংগ্রহ করে। ইয়াসিম ও বাবর হায়াত ব্যাট হাতে দলের বড় স্কোর করেন। শেষ দিকে শিভ মাতুর ও কিঞ্চিত শাহের দ্রুত ইনিংস দলকে নির্ধারিত ২০ ওভারে লক্ষ্যে পৌঁছাতে সাহায্য করে।
বাংলাদেশ ‘এ’ দলের হয়ে বল হাতে দুটি করে উইকেট নিয়েছেন রিপন মন্ডল ও এস এম মেহেরব হোসেন, একটি উইকেট নিয়েছেন আবদুল গাফফার সাকলাইন।
জয়ের এই অভিনব পারফরম্যান্স বাংলাদেশের যুব ক্রিকেটের শক্তি ও উজ্জ্বল ভবিষ্যতের ইঙ্গিত দিয়েছে।
এনএফ৭১/ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।