রবিবার, ১৬ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২

৯৩ রানে অলআউট হয়ে হারল ভারত

স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ১৬ নভেম্বর ২০২৫, ১৬:৩২

সংগৃহীত

দেশের মাটিতে শেষ চার টেস্টে হারের তেঁতো স্বাদ নিতে হলো ভারতকে। শীর্ষ অধিনায়ক শুবমান গিলের অনুপস্থিতিতেও ১২৪ রানের সহজ লক্ষ্য তাড়া করতে নেমেছিল ভারত। কিন্তু দক্ষিণ আফ্রিকার স্পিনাররা সেটি অসম্ভব করে তুললেন।

দক্ষিণ আফ্রিকার সাইমন হারমার ৪ উইকেট নিয়ে ঝড় তুলেছেন, কেশভ মহারাজের দখলে গেছে ২ উইকেট, আর একটি উইকেট নিয়েছেন এইডেন মার্করাম। ভারতের শুরুটা খুবই খারাপ হয়—দুই ওপেনার মাত্র ২ রানে আউট হন।

উল্লেখযোগ্যভাবে ধ্রুব জুরেল, ঋষভ পান্ত ও রবীন্দ্র জাদেজা হারমারের ফাঁদে প্যাঁচ খেয়ে ফিরে যান। তিনে নামা ওয়াশিংটন সুন্দরও মার্করামের শিকার হয়ে ইনিংস শেষ করেন। অক্ষর পাটেল কিছুটা আক্রমণ চালালেও মহারাজের বল থেকে ক্যাচ পড়ে বিদায় নেন।

এর আগে প্রথম ইনিংসে দক্ষিণ আফ্রিকা তুলেছিল ১৫৯ রান, যেখানে যশপ্রীত বুমরাহ ৫ উইকেট নিয়েছিলেন। ভারতের জবাবে লিড আসতে পারেনি, এবং দ্বিতীয় ইনিংসে দক্ষিণ আফ্রিকা তুলল ১৫৩ রান। ফলে ভারতের সামনে দাঁড়ায় ১২৪ রানের লক্ষ্য। কিন্তু সেই লক্ষ্যও তারা পূরণ করতে পারেনি, ৯৩ রানে অলআউট হয়ে ৩০ রানে হেরে যায়।

এই জয়ে দক্ষিণ আফ্রিকা প্রমাণ করলো, ঘরের মাঠে হলেও ভারতকে সহজে হারানো যায় না, বিশেষ করে স্পিনের উপর নির্ভরশীল ক্রিকেটে।

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top