রবিবার, ১৬ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২

‘মুশফিক ভাই আমাদের জন্য অনেক বড় অনুপ্রেরণা’

স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ১৬ নভেম্বর ২০২৫, ১৬:৩৩

সংগৃহীত

বাংলাদেশ ক্রিকেট ইতিহাসে প্রথমবারের মতো শততম টেস্ট খেলার মাইলফলক স্পর্শ করতে যাচ্ছেন মুশফিকুর রহিম। আগামী ১৯ নভেম্বর মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে আয়ারল্যান্ড সিরিজের দ্বিতীয় টেস্ট হবে এই কীর্তির ম্যাচ।

বিসিবি মুশফিককে বিশেষভাবে সম্মান জানাবে। মিরপুর হোম অব ক্রিকেটে অনুষ্ঠানে দাওয়াত পাবেন মুশফিকের পরিবারও।

জাতীয় দলের টপ অর্ডার ব্যাটার সাইফ হাসান বলেন, “মুশফিক ভাই আমাদের জন্য অনেক বড় অনুপ্রেরণা। তার জন্য শুভকামনা। আজকেও জিমে দেখা হয়েছে। সবাই হেল্প করেছে, চেষ্টা করেছি নিজেকে উন্নতি করার।”

সাইফ আরও বলেন, “নিজের কোচ নিজে হওয়াটা গুরুত্বপূর্ণ। দুর্বলতা আছে, তবে নিজের শক্তির ওপর নির্ভর করে খেলি। অতীত বা ভবিষ্যতের চিন্তায় না ভাসি, বর্তমানে ফোকাস করি।”

মুশফিকের শততম ম্যাচ শুধু তার জন্য নয়, বাংলাদেশের ক্রিকেটপ্রেমীদের জন্যও আনন্দের বড় মুহূর্ত হিসেবে বিবেচিত হচ্ছে।

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top