বৃহঃস্পতিবার, ৮ জানুয়ারি ২০২৬, ২৪ পৌষ ১৪৩২

ভারতীয় উপস্থাপককে বিপিএলের তালিকা থেকে বাদ দিল বিসিবি

নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ৬ জানুয়ারী ২০২৬, ১৭:১৪

ছবি: সংগৃহীত

বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) এর আসন্ন আসরের উপস্থাপক তালিকা থেকে একজন ভারতীয় উপস্থাপককে বাদ দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বিসিবির এই সিদ্ধান্ত ঘিরে ক্রিকেটাঙ্গনে আলোচনা শুরু হয়েছে।

বিসিবি সূত্রে জানা গেছে, বিপিএলের সম্প্রচার ও উপস্থাপনা সংক্রান্ত তালিকা পুনর্মূল্যায়নের অংশ হিসেবে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এতে দেশীয় উপস্থাপকদের অগ্রাধিকার দেওয়ার বিষয়টিও গুরুত্ব পেয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।

বিপিএল কর্তৃপক্ষের দাবি, টুর্নামেন্টের ভাবমূর্তি ও স্থানীয় সংস্কৃতির সঙ্গে সামঞ্জস্য রাখতেই উপস্থাপক তালিকায় এই পরিবর্তন আনা হয়েছে। তবে এ বিষয়ে বিসিবির পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো বিস্তারিত বক্তব্য দেওয়া হয়নি।

উল্লেখ্য, বিপিএল বাংলাদেশের অন্যতম জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট টুর্নামেন্ট। প্রতি বছর দেশ-বিদেশের তারকা ক্রিকেটারদের পাশাপাশি পরিচিত মুখদের উপস্থাপনায় বিপিএলের সম্প্রচার আরও আকর্ষণীয় হয়ে ওঠে।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top