অবসরের পর কোচ নয়, ক্লাব মালিক হতে চান মেসি

স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ৭ জানুয়ারী ২০২৬, ১১:৫৬

সংগৃহীত

ফুটবল ক্যারিয়ারের শেষ অধ্যায়ে দাঁড়িয়ে লিওনেল মেসি ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে কথা বলেছেন। ইন্টার মায়ামিকে প্রথমবারের মতো শিরোপা এনে দেওয়া এই আর্জেন্টাইন ফরোয়ার্ড যেমন আরও কয়েক বছর মাঠে থাকার ইঙ্গিত দিয়েছেন, তেমনি অবসরের পর নিজেকে কোন ভূমিকায় দেখতে চান—সেটিও স্পষ্ট করেছেন।

আর্জেন্টাইন স্ট্রিমিং চ্যানেল **‘লুজু টিভি’**তে মঙ্গলবার প্রচারিত এক সাক্ষাৎকারে মেসি বলেন, তিনি নিজেকে কোচ হিসেবে দেখেন না। বরং ক্লাব মালিকানার দিকেই তার ঝোঁক বেশি। মেসির ভাষায়,
“আমি কোচ হওয়ার বিষয়টি পছন্দ করি, তবে আমি (ক্লাব) মালিক হতে বেশি চাই। একদম নিচ থেকে শুরু করে নিজের একটি ক্লাব গড়ে তুলতে চাই। শিশুদের প্রতিভা বিকাশের সুযোগ তৈরি করা এবং বড় কিছু অর্জনে তাদের সহায়তা করাই আমার লক্ষ্য।”

ইন্টার মায়ামির সঙ্গে ২০২৮ এমএলএস মৌসুম পর্যন্ত চুক্তির মেয়াদ বাড়ানো মেসিকে আরও কয়েক বছর মাঠে দেখা যাবে। তবে মাঠের বাইরেও তিনি ইতোমধ্যে মালিকানার জগতে পা রেখেছেন। দীর্ঘদিনের সতীর্থ লুইস সুয়ারেজকে সঙ্গে নিয়ে উরুগুয়ের চতুর্থ বিভাগের দল ‘দেপোর্তিভো এলএসএম’ চালু করেছেন তারা। সুয়ারেজ ও মেসির নামের আদ্যক্ষর মিলিয়েই ক্লাবটির নাম রাখা হয়েছে। বর্তমানে ক্লাবটিতে ৮০ জন পেশাদার কর্মী এবং প্রায় ৩ হাজার সদস্য রয়েছেন।

সুয়ারেজ বলেন, “দেপোর্তিভো এলএস একটি পারিবারিক স্বপ্ন, যা ২০১৮ সালে শুরু হয়েছিল। উরুগুয়ের ফুটবলের শিশু ও কিশোরদের উন্নতির জন্য প্রয়োজনীয় সুযোগ ও সরঞ্জাম দিতে চাই আমরা।”

প্রকল্পটি শুরু করেছিলেন সুয়ারেজই। পরে তিনি মেসিকে এতে যুক্ত হওয়ার আমন্ত্রণ জানান। মেসি এক ঘোষণায় বলেন, “তুমি আমাকে বেছে নিয়েছ বলে আমি গর্বিত ও আনন্দিত। আমি সর্বোচ্চ দিয়ে অবদান রাখতে চাই এবং সবসময় তোমার পাশে থাকতে চাই।”

এদিকে প্রতিভা অন্বেষণ ও প্রতিযোগিতা বাড়াতে মেসি চালু করেছেন অনূর্ধ্ব-১৬ যুব টুর্নামেন্ট ‘মেসি কাপ’। মায়ামিতে অনুষ্ঠিত এই টুর্নামেন্টের প্রথম আসরে বিশ্বের আটটি অ্যাকাডেমি দল অংশ নেয়। গত ডিসেম্বরে অনুষ্ঠিত ফাইনালে অ্যাটলেটিকো মাদ্রিদকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় রিভার প্লেট।

সব মিলিয়ে, আপাতত মাঠের খেলাতেই মনোযোগী মেসি। বর্তমান এমএলএস কাপ চ্যাম্পিয়ন ইন্টার মায়ামি ২০২৬ মৌসুম শুরু করবে আগামী ২১ ফেব্রুয়ারি, লস অ্যাঞ্জেলেস এফসির বিপক্ষে অ্যাওয়ে ম্যাচ দিয়ে।

 

এনএফ৭১/এসআর



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top