• ** জাতীয় ** আমরা জীবাশ্ম জ্বালানির ব্যবহার হ্রাস করেছি : শেখ হাসিনা ** আবারও তিন দিনের ‘হিট অ্যালার্ট’ জারি ** চুয়াডাঙ্গায় হিট স্ট্রোকে দুই নারীর মৃত্যু ** ইউআইইউ ক্যাম্পাসে ‘কৃত্রিম বৃষ্টি’ নিয়ে তোলপাড় সারাদেশ ** সিলেটে মসজিদে যাওয়ার পথে বজ্রপাতে ইমামের মৃত্যু ** নরসিংদীতে হিট স্ট্রোকে যুবকের মৃত্যু ** সব ধরনের সংবাদ জানতে ভিজিট করুন : https://www.newsflash71.com ** সব ধরনের ভিডিও দেখতে ভিজিট করুন : youtube.com/newsflash71 ** লাইক দিন নিউজফ্ল্যাশের ফেসবুক পেইজে : fb/newsflash71bd **


অস্ট্রেলিয়ায় ঢুকতে পারলেন না জকোভিচ

স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ৬ জানুয়ারী ২০২২, ২২:১৮

অস্ট্রেলিয়ায় ঢুকতে পারলেন না জকোভিচ

এবারের আসরের অস্ট্রেলিয়ান ওপেন শুরু হবে ১৭ জানুয়ারি। সেখানে খেলতে নামবেন বিশ্বের এক নম্বর টেনিস খেলোয়াড় নোভাক জোকোভিচ। কিন্তু টিকা না নেওয়া সংক্রান্ত জটিলতার কারণে তার অস্ট্রেলিয়ার ভিসা বাতিল করা হয়েছে।

বৃহস্পতিবার (৬ জানুয়ারি) জোকোভিচের ভিসা বাতিল করে মেলবোর্নের টুলামারিন বিমানবন্দরে আটকে দিয়েছে অস্ট্রেলিয়া সরকার। কয়েক ঘণ্টা বসিয়ে রেখে জানানো হয়, অস্ট্রেলিয়ায় আসার ক্ষেত্রে শর্ত পূরণ না হওয়ায় তাঁকে ফেরত পাঠানো হবে।

টুর্নামেন্টের শীর্ষকর্তা ক্রেগ টিলি বলেছেন, টুর্নামেন্টে যোগ দেওয়া প্রত্যেক প্রতিযোগীকে আগে থেকেই জানিয়ে দেওয়া হয়েছে, তাঁরা যেন করোনার ভ্যাকসিন নিয়ে নেন। রয়টার্স জানিয়েছে, অস্ট্রেলিয়া ওপেনে খেলার সুযোগ দিতে নাকি কোভিড টিকার বাধ্যবাধকতা শিথিল করে জোকোভিচকে ভিসা দিয়েছিল দেশটি।

কিন্তু বুধবার জোকোভিচের ‘ছাড়পত্র’ নিয়ে অস্ট্রেলিয়ান ওপেনে খেলতে আসার কথা স্বাভাবিকভাবেই স্বীকার করে নেওয়া মরিসন বলছেন, জোকোভিচ কীভাবে ছাড়পত্র পেলেন, সেটির যথাযথ প্রমাণ দেখাতে হবে। না হলে ‘পরের প্লেনে’ই বাড়ি ফিরতে হবে ৩৪ বছর বয়সী সার্বিয়ান টেনিস মহাতারকাকে।

এনএফ৭১/এমএ/২০২২




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top