শুক্রবার, ২ মে ২০২৫, ১৯ বৈশাখ ১৪৩২

দেশের ৪ বিভাগে ভারী বৃষ্টির সম্ভাবনা

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ৩১ আগষ্ট ২০২১, ২২:৪২

দেশের ৪ বিভাগে ভারী বৃষ্টির সম্ভাবনা

বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপটি বর্তমানে অবস্থান করছে ভারতের দক্ষিণ ছত্রিশগড় ও তৎসংলগ্ন এলাকায়। ফলে দেশের ৪ বিভাগে ভারী ও বাকি ৪ বিভাগে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি হতে পারে।

মঙ্গলবার (৩১ আগস্ট) সকাল ৯টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং ঢাকা, রাজশাহী, খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় হতে পারে অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি।

সেই সাথে বিক্ষিপ্তভাবে দেশের কোথাও কোথাও হতে পারে মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ। এছাড়া সামান্য বৃদ্ধি পেতে পারে সারা দেশে দিনের তাপমাত্রা এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। আগামী তিন দিন বৃষ্টিপাতের প্রবণতা বাড়তে পারে।

এনএফ৭১/এনজেএ/২০২১

 




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top