বঙ্গোপসাগরে নিম্নচাপ, ঘূর্ণিঝড়ে রূপ নেওয়ার শঙ্কা
নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ২৬ অক্টোবর ২০২৫, ১০:৩৯
বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপটি আরও পশ্চিম-উত্তর পশ্চিম দিকে অগ্রসর হচ্ছে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, এটি আরও ঘনীভূত হয়ে ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে।
নিম্নচাপের প্রভাবে সাগর উত্তাল থাকায় দেশের চারটি সমুদ্রবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত জারি করা হয়েছে। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত সব মাছ ধরার নৌকা ও ট্রলারকে উপকূলের কাছাকাছি চলাচল করার নির্দেশ দেওয়া হয়েছে।
শনিবার (২৫ অক্টোবর) সন্ধ্যা ৬টায় নিম্নচাপটি কক্সবাজার সমুদ্রবন্দর থেকে প্রায় এক হাজার ২৪৫ কিলোমিটার দক্ষিণে অবস্থান করছিল বলে জানিয়েছে আবহাওয়া অফিস।
কেন্দ্রে বাতাসের গতিবেগ ঘণ্টায় সর্বোচ্চ ৪০ কিলোমিটার, যা ঝোড়ো হাওয়ার আকারে ৫০ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। পরিস্থিতি বিবেচনায় সতর্ক অবস্থানে থাকতে বলা হয়েছে উপকূলীয় অঞ্চলের জনগণ ও জেলেদের।
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।